শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৫৬ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতাসে দুদকের আকস্মিক অভিযান; দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা জব্দ

শাহীন চৌধুরী: বহুল আলোচিত তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, তিতাসের শ্রমিক নেতা, কর্মকর্তা ও কর্মচারীরা সিন্ডিকেট করে বিভিন্ন আবাসিক ও শিল্প কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া ও টেম্পারিং করে লাখ লাখ টাকা ঘুষ আদায় করছে- এমন অভিযোগের ভিত্তিতে বুধবার এ অভিযান চালায় দুদক।

সংস্থাটির মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে পরিচালক মো. শফিকুর রহমান ভুইয়া ও পরিচালক মো. আবদুল গাফফারের সমন্বিত একটি টিম কারওয়ান বাজারে অবস্থিত তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া ও মিটার টেম্পারিংয়ে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করেন।

এছাড়া দুদক টিম জানতে পারে, তিতাস কর্তৃপক্ষ প্রশাসনিক স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের একটি বদলির আদেশ জারি করেছে, যা বাস্তবায়নে একটি সিন্ডিকেট বিঘ্ন সৃষ্টি করছে।

এ ব্যাপারে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী সাংবাদিকদের বলেন, তিতাসের দুর্নীতি বন্ধে দুদক নিয়মিত নজরদারি করবে ও অভিযান চালাবে। অবৈধ গ্যাস সংযোগের দুর্নীতিতে যারা লাভবান হয়েছে তাদের সম্পদের অনুসন্ধান করা হবে ও দুর্নীতির প্রমাণ পেলে তাদের আইনের মুখোমুখি করা হবে। এছাড়া তিতাস কর্তৃপক্ষের প্রশাসনে অনৈতিক হস্তক্ষেপে জড়িতদের দুদক চিহ্নিত করবে।

উল্লেখ্য, তিতাসের দুর্নীতি নিয়ে সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদের বেশ কিছু কর্মকর্তা ইতিপূর্বে চাকরিচ্যুত হন। অনেককেই অন্যত্র বদলী করা হয়। প্রতিষ্ঠানটির শুদ্ধি অভিযান এখনো অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়