শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বাজেটে প্রতিরক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবি

কায়কোবাদ মিলন : ১লা ফেব্রুয়ারি ঘোষিতব্য অন্তর্বর্তী বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তারা বাজেটে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির ওপর ব্যাপক গুরুত্ব আরোপ করেছেন।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ শরণ সিং বলেছেন, প্রতিবেশি দেশের প্রতিরক্ষা বাজেট পর্যালোচনা ও তুলনামূলক বিশ্লেষণের আলোকে ভারতের ওই খাতের বাজেট প্রনয়ণ করা উচিত। তিনি বলেন, গত বছর পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বৃদ্ধি করা হলেও ভারতে বৃদ্ধি করা হয় মাত্র সাড়ে ৫ ভাগ। বিষয়টি গভীর উদ্বেগের।

শরণ সিং বলেন, চীনের প্রতিরক্ষা বাজেট ভারতের তুলনায় তিনগুণ বেশি। তিনি বলেন, ভারতকে পাকিস্তান ও চীনের গতিবিধির ওপর গভীর মনোনিবেশ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে ভারতের বাজেটের কত শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হচ্ছে। তবে তিনি বলেন, ভারতের বাজেটে ২৭ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হচ্ছে। এট একটা সুখের কথা বটে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ এস কে চ্যাটার্জি বলেন, প্রতিরক্ষা খাতে বাজেট প্রনয়ণ কালে অবশ্যই স্মরণে রাখতে হবে ভারতের জন্য ভয়ংকর সব বিপদ বিদ্যমান। তিনি বলেন, চীন আগ্নেয়াস্ত্রের আধুনিকায়নে যতখানি যতœবান আমাদেরও তেমনটি করতে হবে। এ খাতে বাজেট বাড়াতে হবে। চীন তাদের সেনাবাহিনীর আকার ছোট করে বাহিনীর আধুনিকায়নে মনোযোগি হয়েছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে এটাই ক্ষমতাসীন বিজেপির শেষ বাজেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়