শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বাজেটে প্রতিরক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবি

কায়কোবাদ মিলন : ১লা ফেব্রুয়ারি ঘোষিতব্য অন্তর্বর্তী বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তারা বাজেটে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির ওপর ব্যাপক গুরুত্ব আরোপ করেছেন।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ শরণ সিং বলেছেন, প্রতিবেশি দেশের প্রতিরক্ষা বাজেট পর্যালোচনা ও তুলনামূলক বিশ্লেষণের আলোকে ভারতের ওই খাতের বাজেট প্রনয়ণ করা উচিত। তিনি বলেন, গত বছর পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বৃদ্ধি করা হলেও ভারতে বৃদ্ধি করা হয় মাত্র সাড়ে ৫ ভাগ। বিষয়টি গভীর উদ্বেগের।

শরণ সিং বলেন, চীনের প্রতিরক্ষা বাজেট ভারতের তুলনায় তিনগুণ বেশি। তিনি বলেন, ভারতকে পাকিস্তান ও চীনের গতিবিধির ওপর গভীর মনোনিবেশ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে ভারতের বাজেটের কত শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হচ্ছে। তবে তিনি বলেন, ভারতের বাজেটে ২৭ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হচ্ছে। এট একটা সুখের কথা বটে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ এস কে চ্যাটার্জি বলেন, প্রতিরক্ষা খাতে বাজেট প্রনয়ণ কালে অবশ্যই স্মরণে রাখতে হবে ভারতের জন্য ভয়ংকর সব বিপদ বিদ্যমান। তিনি বলেন, চীন আগ্নেয়াস্ত্রের আধুনিকায়নে যতখানি যতœবান আমাদেরও তেমনটি করতে হবে। এ খাতে বাজেট বাড়াতে হবে। চীন তাদের সেনাবাহিনীর আকার ছোট করে বাহিনীর আধুনিকায়নে মনোযোগি হয়েছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে এটাই ক্ষমতাসীন বিজেপির শেষ বাজেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়