শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বাজেটে প্রতিরক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবি

কায়কোবাদ মিলন : ১লা ফেব্রুয়ারি ঘোষিতব্য অন্তর্বর্তী বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তারা বাজেটে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির ওপর ব্যাপক গুরুত্ব আরোপ করেছেন।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ শরণ সিং বলেছেন, প্রতিবেশি দেশের প্রতিরক্ষা বাজেট পর্যালোচনা ও তুলনামূলক বিশ্লেষণের আলোকে ভারতের ওই খাতের বাজেট প্রনয়ণ করা উচিত। তিনি বলেন, গত বছর পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বৃদ্ধি করা হলেও ভারতে বৃদ্ধি করা হয় মাত্র সাড়ে ৫ ভাগ। বিষয়টি গভীর উদ্বেগের।

শরণ সিং বলেন, চীনের প্রতিরক্ষা বাজেট ভারতের তুলনায় তিনগুণ বেশি। তিনি বলেন, ভারতকে পাকিস্তান ও চীনের গতিবিধির ওপর গভীর মনোনিবেশ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে ভারতের বাজেটের কত শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হচ্ছে। তবে তিনি বলেন, ভারতের বাজেটে ২৭ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হচ্ছে। এট একটা সুখের কথা বটে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ এস কে চ্যাটার্জি বলেন, প্রতিরক্ষা খাতে বাজেট প্রনয়ণ কালে অবশ্যই স্মরণে রাখতে হবে ভারতের জন্য ভয়ংকর সব বিপদ বিদ্যমান। তিনি বলেন, চীন আগ্নেয়াস্ত্রের আধুনিকায়নে যতখানি যতœবান আমাদেরও তেমনটি করতে হবে। এ খাতে বাজেট বাড়াতে হবে। চীন তাদের সেনাবাহিনীর আকার ছোট করে বাহিনীর আধুনিকায়নে মনোযোগি হয়েছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে এটাই ক্ষমতাসীন বিজেপির শেষ বাজেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়