শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বাজেটে প্রতিরক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবি

কায়কোবাদ মিলন : ১লা ফেব্রুয়ারি ঘোষিতব্য অন্তর্বর্তী বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তারা বাজেটে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির ওপর ব্যাপক গুরুত্ব আরোপ করেছেন।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ শরণ সিং বলেছেন, প্রতিবেশি দেশের প্রতিরক্ষা বাজেট পর্যালোচনা ও তুলনামূলক বিশ্লেষণের আলোকে ভারতের ওই খাতের বাজেট প্রনয়ণ করা উচিত। তিনি বলেন, গত বছর পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বৃদ্ধি করা হলেও ভারতে বৃদ্ধি করা হয় মাত্র সাড়ে ৫ ভাগ। বিষয়টি গভীর উদ্বেগের।

শরণ সিং বলেন, চীনের প্রতিরক্ষা বাজেট ভারতের তুলনায় তিনগুণ বেশি। তিনি বলেন, ভারতকে পাকিস্তান ও চীনের গতিবিধির ওপর গভীর মনোনিবেশ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে ভারতের বাজেটের কত শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হচ্ছে। তবে তিনি বলেন, ভারতের বাজেটে ২৭ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হচ্ছে। এট একটা সুখের কথা বটে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ এস কে চ্যাটার্জি বলেন, প্রতিরক্ষা খাতে বাজেট প্রনয়ণ কালে অবশ্যই স্মরণে রাখতে হবে ভারতের জন্য ভয়ংকর সব বিপদ বিদ্যমান। তিনি বলেন, চীন আগ্নেয়াস্ত্রের আধুনিকায়নে যতখানি যতœবান আমাদেরও তেমনটি করতে হবে। এ খাতে বাজেট বাড়াতে হবে। চীন তাদের সেনাবাহিনীর আকার ছোট করে বাহিনীর আধুনিকায়নে মনোযোগি হয়েছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে এটাই ক্ষমতাসীন বিজেপির শেষ বাজেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়