শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বাজেটে প্রতিরক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবি

কায়কোবাদ মিলন : ১লা ফেব্রুয়ারি ঘোষিতব্য অন্তর্বর্তী বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তারা বাজেটে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির ওপর ব্যাপক গুরুত্ব আরোপ করেছেন।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ শরণ সিং বলেছেন, প্রতিবেশি দেশের প্রতিরক্ষা বাজেট পর্যালোচনা ও তুলনামূলক বিশ্লেষণের আলোকে ভারতের ওই খাতের বাজেট প্রনয়ণ করা উচিত। তিনি বলেন, গত বছর পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বৃদ্ধি করা হলেও ভারতে বৃদ্ধি করা হয় মাত্র সাড়ে ৫ ভাগ। বিষয়টি গভীর উদ্বেগের।

শরণ সিং বলেন, চীনের প্রতিরক্ষা বাজেট ভারতের তুলনায় তিনগুণ বেশি। তিনি বলেন, ভারতকে পাকিস্তান ও চীনের গতিবিধির ওপর গভীর মনোনিবেশ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে ভারতের বাজেটের কত শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হচ্ছে। তবে তিনি বলেন, ভারতের বাজেটে ২৭ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হচ্ছে। এট একটা সুখের কথা বটে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ এস কে চ্যাটার্জি বলেন, প্রতিরক্ষা খাতে বাজেট প্রনয়ণ কালে অবশ্যই স্মরণে রাখতে হবে ভারতের জন্য ভয়ংকর সব বিপদ বিদ্যমান। তিনি বলেন, চীন আগ্নেয়াস্ত্রের আধুনিকায়নে যতখানি যতœবান আমাদেরও তেমনটি করতে হবে। এ খাতে বাজেট বাড়াতে হবে। চীন তাদের সেনাবাহিনীর আকার ছোট করে বাহিনীর আধুনিকায়নে মনোযোগি হয়েছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে এটাই ক্ষমতাসীন বিজেপির শেষ বাজেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়