শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:০৬ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জে ফার্নিচার কারখানায় আগুন, আহত ৭

আরিফ হাসান : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়ায় আরএফএল কোম্পানি ফার্নিচার কারখানায় আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ডেমরা, কাঞ্চন ও পূর্বাচল, আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে ও কারখানা থেকে বের হতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাসহ ৭ জন আহত হয়েছে।বুধবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে হঠাৎ শিখা ফার্নিচার কারখানায় লেয়ার বিভাগের পশ্চিম পাশে আগুন দেখা দেয়। এসময় শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ১০ টার দিকে ডেমরা, কাঞ্চন, পূর্বাচল ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে ও কারখানা থেকে তড়িঘড়ি করে বের হতে গিয়ে ফায়ারসার্ভিসের কর্মকর্তাসহ ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন - কারখানার ডেপুটি ম্যানেজার মান্না সাহা, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোহেল মিয়া, শ্রমিক মনসুর মিয়া, মাহিন মিয়া, মোমেন মিয়া, রেহেনা ও আব্দুল কাদির আহত হয়েছেন। কারখানা সূত্রে জানা যায়, অগ্নিকান্ডে কারখানায় লেকারের জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ কাঠের ফার্নিচার, মেশিনারিজ, ফার্নিচার তৈরির জন্য রাখা কাঁচামাল ও বিশাল আকৃতির টিনসেড পুড়ে ভস্মিভূত হয়ে যায়। তবে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ জোন-২ এর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে ডেমরার সারুলিয়া, কাঞ্চন, পূর্বাচল ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট চেষ্টা চালিয়ে সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরো জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিরুপণ করা হবে।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কারখানার ম্যানেজার তন্ময় সাহা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগুনে পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতি নিরুপণ করে পরে বলা যাবে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়