শফিউল লাভলু: শেরপুরের নকলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের একক প্রার্থী নির্ধারণে তৃণমূল ভোটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৮৫টি। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন পেয়েছেন ৮০ ভোট।
দলীয় সূত্র জানায়, হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণে গত ২৮ জানুয়ারি দলের কার্যনির্বাহী সভায় দলের ৮ জন প্রার্থী হয়। বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলার জালালপুর এলাকায় কল্পনা সিনেমা হলে তৃণমূল ভোট শুরু হয়। বেলা দুইটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ২৩৪ জন ভোটারের মধ্যে প্রদেয় ভোট ২৩২টি ও বাতিল ভোট ২টি। ভোট গণণা শেষে বিকেল চারটায় ফলাফল ঘোষণা করেন তৃণমূল ভোটের নির্বাচন কমিশনার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. রফিকুল আলম।