শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সায়েম সুহেল স্মরণে ইতালিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে স্থানীয় একটি ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে ইতালিতে শোক ও প্রতিবাদ সভা করেছেন ছাত্রদলের সাবেক নেতারা।

নাপোলি বিএনপি ও সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন ইতালি শাখার নেতৃবৃন্দের উদ্দ্যগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন ইতালি শাখার সাংগ্রামী আহবায়ক সুলেমান বেগ।

সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন এর সদস্য সচিব সৈয়দ মাহির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালি বিএনপির সহ-সভাপতি শাহজাহান তালুকদার। প্রধানবক্তা হিসবে উপস্থিত ছিলেন নাপোলি বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

সভায় বক্তব্য রাখেন, নাপোলি মহানগর বিএনপি সভাপতি মিজান মজুমদার, নাপোলি বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, নাপোলি যুবদলের সভাপতি আবু নাসির, নাপোলি যুবদলের সাধারণ সম্পাদক সোয়াগ আহমদ, নাপোলি যুবদলের সাংগঠনিক সম্পাদক নানু মিয়া, সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন ইতালি শাখার যুগ্ম আহবায়ক আব্দুল কাহার, যুগ্ম আহবায়ক মিনাজ হোসেন, মাছুম বিল্লাহ, আব্দুলা মামুন, নাপোলি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সজল মন্ডল, নাপোলি জিয়া পরিষদ মহানগরের সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, নাপোলি মহানগর যুবদলের সভাপতি আফিল উদ্দিন, নাপোলি মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মিন্টু মিয়া আবুল খায়ের, রুহিন আহমদ, সহ নাপোলি বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ৩০ ডিসেম্বরের নির্বাচনকে ভোট ডাকাতি এবং নিরিহ মানুষ হত্যার নির্বাচন অভিযোগ করে বলেন, দেশে বিদেশে বিভিন্ন সংস্থা এবং বিশ্ব মিডিয়া এই নির্বাচনকে প্রত্যাখান করেছে। যারাই ভোট ডাকাতি এবং কেন্দ্র দখলের প্রতিবাদ করেছে তাদের পুলিশ নির্মমভাবে হত্যা করেছে বলে বক্তারা অভিযোগ করেন। তারা নিহত সুহেলকে গণতন্ত্র রক্ষা আন্দোলনের অন্যতম শহীদ উল্লেখ করে তার হত্যাকারীদের ফাসি দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়