শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৫:৩৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিকানা সুরক্ষায় পেটেন্ট সমন্বয় সেল চায় বিআইএএ

জাগো নিউজ : শিল্প উদ্ভাবনের মালিকানা সুরক্ষায় পেটেন্ট সমন্বয় সেল চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ)। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে বিআইএএ’র নবনির্বাচিত কমিটির নেতারা শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সাক্ষাতকালে এ দাবি করেন।

এ সময় বিআইএএ’র নতুন কমিটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট একেএম আজাদ, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ আইয়ুব, পরিচালক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, আল মাহমুদ মইনুল হক, এম মাহমুদুর রশিদ, মো. রাশেদ খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিআইএএ নেতারা বলেন, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে দ্রুত পেটেন্ট নিবন্ধন সেবা পাওয়া জরুরি। এ লক্ষ্যে তারা শিল্প মন্ত্রণালয় গঠিত পেটেন্ট সমন্বয় সেলে বিআইএএ’র প্রতিনিধি অন্তর্ভুক্ত করারও দাবি জানান।

তারা বলেন, ইনডেন্টিং এজেন্টরা বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি মানসম্মত শিল্প কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে ভূমিকা রাখছে। এর ফলে শিল্পভিত্তিক অর্থনীতির ধারা ক্রমেই জোরদার হচ্ছে। তারা দেশীয় মেধাসম্পদের স্বত্ব সুরক্ষায় শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ অংশীদারিত্বে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের প্রস্তাব করেন।

বৈঠকে বিআইএএ’র নেতারা আরও বলেন, আন্তর্জাতিক দরপত্রে ইনডেন্টর ব্যতীত প্রফরমা ইনভয়েসের (পিআই) মাধ্যমে যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির ফলে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশের বাহিরে চলে যাচ্ছে। এছাড়া, নিম্নমানের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি হওয়ায় শিল্পখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা পিআই’র সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে বিআইএএ’র সদস্যভুক্তির দাবি জানান।

নিরাপদ ও মানসম্মত শিল্পায়নের জন্য পিআইর সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে একমত পোষণ করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, প্রফরমা ইনভয়েস (পিআই) সংক্রান্ত বিআইএএ’র দাবির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনা করা হবে।

এ ছাড়া দেশীয় সৃজনশীল উদ্ভাবনের অনুকূলে দ্রুত পেটেন্ট নিবন্ধন দিতে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ (ডিপিডিটি) অধিদফতরের কার্যক্রম জোরদার করা হবে বলে বিআইএএ’র নেতাদের আশ্বস্ত করেন শিল্পমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়