শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারী শাটডাউনে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতি ১১ বিলিয়ন মার্কিন ডলার

নূর মাজিদ : টানা ৩৫ দিন ধরে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম আংশিক বন্ধ রাখা হইয়েছিলো, এতে সরকারি কর্মচারীদের দুর্ভোগের পাশাপাশি দেশটির অর্থনীতিকেও ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ১শ কোটি ডলার, যার মধ্যে আবার এক- তৃতীয়াংশ অর্থ চিরতরে মার্কিন অর্থনীতির আওতার বাহিরে চলে গেছে। গত সোমবার মার্কিন কংগ্রেসের বাজেট দপ্তর এই তথ্য প্রকাশ করে। নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচাইতে দীর্ঘ সরকারি কার্যক্রম বন্ধের শেষে এই প্রথম শাটডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করার চেষ্টা করা হলো। বাজেট দপ্তরের প্রতিবেদন বলছে, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রা¤প যে পরিমাণ অর্থ চেয়েছিলেন শাটডাউনের কারণে তার চাইতে দ্বিগুণ পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। মূলত, এই দেয়াল নির্মাণের অর্থ নিয়ে সৃষ্ট বিরোধের কারণেই ট্রা¤প সরকারি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তবে এই কারণে যুক্তরাষ্ট্রের প্রথম প্রান্তিকের অর্থনৈতিক প্রবৃদ্ধিও দশমিক ৪ শতাংশ কমবে।

তবে বাজেট অফিস আশা প্রকাশ করছে, সরকারি শাটডাউনের কারণে অনেক মার্কিন নাগরিক অর্থসঞ্চয় করেছিলেন, অচলাবস্থার নিরসন হওয়ায় এই অর্থ ফের অর্থনীতিতে ফিরে আসবে। কারণ ভোক্তারা অনেকেই তাদের প্রাপ্য বেতন থেকে এখন খরচে মনোযোগী হবেন। তবে সকল ধরণের অর্থনৈতিক ক্ষতি যে পূরণ করা সম্ভব নয় সেই বিষয়েও নিশ্চিত করেছে কংগ্রেসের বাজেট অফিস। তাদের প্রকাশিত প্রতিবেদনে একথা স্বীকার করে নিয়ে বলা হয়, শাটডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতির প্রভাব দীর্ঘসময় ধরে মার্কিন অর্থনীতিতে অনুভূত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়