শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:১৫ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় দেড় লক্ষাধিক হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা

মাহফুজ নান্টু : কুমিল্লা জেলায় চলতি বোরো মৌসুমে দেড় লক্ষাধিক হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষা মাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ আবাদ সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন শেষ হবে।

কুমিল্লা আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কুমিল্লা জেলায় ১ লাখ ৫৮ হাজার ২শ’ ৪৪ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ৫৫ ভাগ জমিতে বোরো রোপণ সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহের শেষে বাকি জমিতেও বোরো ধান রোপণ সম্পন্ন হয়ে যাবে। এ বছর বোরো আবাদের জন্য উপজেলা ভিত্তিক সার ও পানি সেচের দর নির্ধারণ করে দেয়া হয়েছে।

কুমিল্লা আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দিলিপ কুমার অধিকারী জানান, সরকারি প্রনোদনার পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর কুমিল্লা জেলায় বোরো আবাদের পরিমান বেড়েছে। আগামী সপ্তাহখানের মধ্যে জেলায় বোরো আবাদ সম্পন্ন হবে। উপজেলা ভিত্তিক সেচ-সারের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। যদি কোন ডিলার সারের দাম নিয়ে কোন অনিয়ম করে কিংবা সেচের নির্ধারিত মূল্য নিয়ে কোন হেরফের করে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে গুরতর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে কুমিল্লার বিভিন্ন উপজেলায় ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এ বছর কৃষি শ্রমিকের মজুরি তিন বেলা খাবার বাদ দিয়ে দিনপ্রতি ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। প্রতি ৪০ শতক জমিতে সেচের জন্য দিতে হবে ১৬শ’ টাকা। সব মিলিয়ে প্রতি ৪০ শতক জমিতে বোরো আবাদের জন্য কৃষকদের গুণতে হচ্ছে গড়ে ৭/৮ হাজার টাকা। এ কারণে অনেকেই ধান চাষ বাদ দিয়ে পুকুর কেটে মাছ চাষ কিংবা দ্রুত বর্ধনশীল বাণিজ্যিক শস্য উৎপাদনে উৎসাহিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়