শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুওয়েই নির্বাহীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ গঠন, মেং ওয়াংঝুকে জিম্মি বানানো হয়েছে দাবি চীনের

নূর মাজিদ,আব্দুর রাজ্জাক : চীনের শীর্ষ প্রযুক্তি ও মোবাইল নেটওয়ার্ক কোম্পানি হুয়াওয়ে ও এর অর্থনৈতিক নির্বাহী(সিএফও) মেং ওয়াংঝুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পত্র দাখিল করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই প্রযুক্তি সরবরাহকারি কোম্পানির নির্বাহীর বিরুদ্ধে মার্কিন মোবাইল প্রযুক্তি চুরি, ইরানে ¯পর্শকাতর উন্নত প্রযুক্তি পাচার, ব্যাংক জালিয়াতি ও বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। বিবিসি, রয়টার্স

গত সোমবার মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট দুটি পৃথক অভিযোগ পত্রে মেং ওয়াংঝু ও তার কোম্পানিকে অভিযুক্ত করেছে। তাকে গত ০১ ডিসেম্বর ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ লংঘনের অভিযোগে কানাডায় আটক করা হয়। এই অভিযোগের বিষয়ে মেং ওয়াংঝুর আইনজীবী বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের কূটনৈতিক ও বানিজ্যিক উত্তেজনার কারণেই হুওয়েই সিএফওকে জিম্মি করা হয়েছে। যা মোটেও উচিৎ নয়।

মেং ওয়াংঝুর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির শিল্প এবং তথ্য মন্ত্রনালয়ের মুখপাত্র ওয়েন কু গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র হুওয়েইয়ের বিরুদ্ধে অন্যায় ও নীতি মিথ্যে অভিযোগ দায়ের করেছে।

এদিকে ওপর আরেক মামলায় টেলিকম প্রযুক্তি নির্মাতা হুওয়েইয়ের বিরুদ্ধে মার্কিন প্রযুক্তি কো¤পানি টি-মোবাইলের উদ্ভাবিত রোবোটিক প্রযুক্তি চুরির অভিযোগ দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ। তবে হুওয়েই জানায়, এই মামলা স¤পূর্ণ অমূলক, কারণ ২০১৭ সালেই মার্কিন ওই কো¤পানির সঙ্গে তাদের বিরোধের নি¯পত্তি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়