শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীকে হারিয়ে শীর্ষস্থান দখল করলো রংপুর

আক্তারুজ্জামান : চট্টগ্রামে আজকের দিনটা অন্যান্য দিনের মতো ছিল না। যদি তাই হতো তবে কি এরকম রান হতো! আগের ছয় ম্যাচে যেখানে রানের বন্যা বয়ে গেছে সেখানে আজকের দু-দুটো ম্যাচই ম্যাড়ম্যাড়ে। দিনের শেষ ম্যাচে রাজশাহী তো দাঁড়াতেই পারেনি মাশরাফির রংপুরের সামনে। যদিও একটু প্রতিরোধ গড়তে চেয়েছিল কিন্তু ক্যাচ মিসের খেসারত দিয়ে ম্যাচটিই হেরেছে মিরাজরা। রাজশাহীর ছুঁড়ে দেওয়া ১৪২ রান ছুঁতে কোনো বেগ পেতে হয়নি রাইডার্সদের। ৬ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রাইডার্সরা।

১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে মিরাজের বলে ক্রিস গেইল (১০) ফিরে যাওয়ার পরই ম্যাচে উত্তেজনা শুরু হয়। কিন্তু হেলস, রুশো আর ডি ভিলিয়ার্সের ব্যাটে সব উত্তেজনা মিইয়ে যায়। গত ম্যাচে ব্যর্থ রুশো আজ ফিফটি করতে ভুল করেননি। তাকে সঙ্গ দিয়ে হেলস ১৬ ও ভিলিয়ার্স করেন ৩৭ রান। শেষ পর্যন্ত মোহাম্মদ মিথুন (৪) ও নাহিদুল ইসলাম (১১)অপরজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রাজশাহীর হয়ে মিরাজ, কায়েস, আরাফাত ও রাব্বী একটি করে উইকেট নেন।

সাগরিকায় এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে রাইডার্সের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মিরাজের রাজশাহী। তবে শেষ দিকে লোয়ার অর্ডারের দৃঢ়তায় লজ্জার হাত থেকে রক্ষা পেয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান তোলে রাজশাহী। দুই ওপেনার চার্লস আর সৌম্য দলের শুরুটা ভালোই করেছিলেন। ২.৩ ওভারেই স্কোরবোর্ড ১৮ রান তুলে ফেরেন চার্লস। মুমিনুল আজও ব্যর্থ।

আরেক বাঁহাতি সৌম্য ১৬ বলে ১৪ করে ফেরেন। ৩১ বলে ৩৫ রানে লড়াই করছিলেন ইভান্স। এরপর জনকার, ফজলে মাহমুদ, আর কায়েস আহমেদের তিনটি ছোট ইনিংস দলকে মোটামুটি সম্মানজনক একটা জায়গায় দাঁড় করিয়েছে। জনকার ১১ বলে ১৬, ফজলে ১৮ আর কায়েস ২০ বলে করেন ২২ রান। রংপুরের ফরহাদ রেজা ৩০ রানে ৩ উইকেট নেন। নাজমুল ও শহিদুল দুটি করে উইকেট নেন।

এই ম্যাচে জয়ের পর সাত জয়ে টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে মাশরাফিরা। রংপুরের মতো কুমিল্লারও সংগ্রহ ১৪ পয়েন্ট। রান রেটের ব্যবধানে এগিয়ে আছে রংপুর। ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে চট্টগ্রাম। পাঁচটি করে জয় নিয়ে ঢাকা চারে ও রাজশাহী আছে সেরা পাঁচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়