শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৩:০১ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যবদ্ধভাবে কাজ করে জাপা প্রার্থীকে জয়ী করতে হবে : রাঙ্গা

নিউজ ডেস্ক : আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের পক্ষে এক জোট হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা । তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টির প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে।’

আজ মঙ্গলবার বিকেলে পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাপা মনোনীত কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণাকালে রাঙ্গা এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠেছেন। তিনি শীঘ্রই দেশে ফিরে সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন। সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি জনগণের পক্ষে কথা বলবে। দেশ ও জাতির যেকোন স্বার্থে জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক আন্দোলনে কখনোই পিছপা হবে না। সংসদেই প্রমাণ হবে জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে আপোষ করে না।’

রাঙ্গা আরও বলেন, ‘পার্টি চেয়ারম্যানের সাথে আলোচনা করে মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হবে।’

জাপা মনোনীত কাউন্সিলর প্রার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো-
এস এম আমিনুল হক ( সেলিম) ওয়াড-২১, মো. সাইফুল ইসলাম জুয়েল ওয়ার্ড-৪৬, মো. ইসমাইল হোসেন ওয়ার্ড- ৪৯, মো. ইব্রাহিম হোসেন ওয়ার্ড- ৫২, মো. জাকির হোসেন হান্নান ওয়ার্ড- ৩৮, মো. ফজলুল হক শিশির ওয়ার্ড- ৫০, মো. জহিরুল ইসলাম মিন্টু ওয়ার্ড- ৪১, মো. আলাউদ্দিন আলাল ওয়ার্ড- ৫৪, মো. জাহাঙ্গীর আলম ওয়ার্ড- ৪৮, মোহাম্মদ আলী বাবু ওয়ার্ড- ৪৭, শামসুল হক রনি (বেপারী) ওয়ার্ড- ৩৭, রফিকুল ইসলাম ওয়ার্ড- ৪৪, দেলোয়ার হোসেন দিলু ওয়ার্ড- ৪০, মো. মহিবুর রহমান ওয়ার্ড- ৪৩, আমির আলী ওয়ার্ড- ৩৯। দৈনিক আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়