শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র প্রার্থী নিয়ে সিদ্ধান্তহীনতায় জাপা

ইউসুফ আলী বাচ্চু : জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন,আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী না হলে জাতীয় পার্টি (জাপা) প্রার্থী দিবে কি না এখনো সিদ্ধান্ত হয়নি।মঙ্গলবার বিকেলে বনানীতে পার্টির কার্যালয়ে কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণা শেষে তিনি এ কথা বলেন।

রাঙ্গা বলেন, ‘আমরা আপাততো ১৫ জন কাউন্সিলরের নাম ঘোষণা দিচ্ছি। আরো দুজন কাউন্সিলর নিয়ে ভাবছি। আর মেয়র নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কারণ আমরা শুনতে পাচ্ছি অন্য কোনো দলই না কি এই নির্বাচনে অংশ নিবে না। তাই আমাদেরও ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়া উচ্চিত।

দলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে রাঙ্গা বলেন, তারা জানিয়েছেন দলের সিদ্ধান্ত মেনে নিবেন। এখানে কোন রকম মতবিরোধ নেই। আমাদের কেন্দ্রীয় নেতারা য়ারা মনোনয়ন চেয়েছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা এক জোট হয়ে কাজ করবেন আশা রাখি।

মহাসচিব বলেন,আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা যেন এক সঙ্গে কাজ করে ঢাকাতে আমাদের অবস্থান সারা দেশে তুলে ধরতে পারি। পার্টির চেয়ারম্যান অনেকটাই সুস্থ দ্রুতই দেশে ফিরবেন। তার জন্য দোয়া করবেন।

জাতীয় পার্টি মনোনিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের কাউন্সিলর প্রার্থীদের তালিকা: এস এম আমিনুল হক সেলিম(ওয়ার্ড ২১)মো. সাইফুল ইসলাম জুয়েল(ওয়ার্ড ৪৬)মো. ইসমাইল হোসেন (ওয়ার্ড ৪৯) মো.ইব্রাহিম হোসেন (ওয়ার্ড ৫২) মো. জাকির হোসেন হান্নান (ওয়ার্ড ৩৮) মো.ফজলুল হক শিশির (ওয়ার্ড ৫০) মো. জহিরুল ইসলাম মিন্টু (ওয়ার্ড ৪১) মো.আলাউদ্দিন আলাল (ওয়ার্ড ৫৪)মো.জাহাঙ্গীর আলম (ওয়ার্ড ৪৮)মোহাম্মদ আলী বাবু (ওয়ার্ড ৪৭)শামসুল হক রনি বেপারী (ওয়ার্ড ৩৭) রফিকুল ইসলাম (ওয়ার্ড ৪৪) দেলোয়ার হোসেন দিলু (ওয়ার্ড ৪০) মো. মহিবুর রহমান (ওয়ার্ড ৪৩), আমির আলী (ওয়ার্ড ৩৯)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়