শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটে সফলতম দল ভারত, বাংলাদেশ ও আফগানিস্তানের নিচে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ২০১৫ বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে ভারত। র‌্যাঙ্কিংয়ে ভারত দুইয়ে থাকলেও শীর্ষে থাকা ইংল্যান্ডকেও তারা ম্যাচ জেতার নিরিখে টপকে গেছে। ২০১৫ বিশ্বকাপের পর ভারত এখনও পর্যন্ত ৫৩টি একদিনের ম্যাচে জয় পেয়েছে। জয়ের গড় ৬৭.‌০৯। তালিকায় দুইয়ে আছে ইংল্যান্ড। তারা জিতেছে ৫১টি ম্যাচ। জয়ের গড় ৬৬.‌২৩। তিনে দক্ষিণ আফ্রিকা। জিতেছে ৪১টি ম্যাচ। তারপর রয়েছে নিউজিল্যান্ড (‌৩৯)‌ ও পাকিস্তান (‌৩৫)‌।

২০১৫ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অবস্থা সবচেয়ে খারাপ। এই চার বছরে জয়ের নিরিখে তারা রয়েছে সাত নম্বরে। জিতেছে মাত্র ২৯টি ম্যাচ। বাংলাদেশ এবং আফগানিস্তানের থেকেও পিছিয়ে আছে অস্ট্রেলিয়া!‌ ২০১৫ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ এবং আফগানিস্তান ৩০টি করে ম্যাচ জিতেছে। জয়ের নিরিখে দুই দলই যুগ্মভাবে আছে ছয় নম্বরে।

এই চার বছরে ভারত আটবার করে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়েছে সাতবার করে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়েকে হারিয়েছে ছয়বার করে। বাংলাদেশকে হারিয়েছে চারবার। পাকিস্তান ও ইংল্যান্ডকে হারিয়েছে তিনবার করে। হংকংয়ের বিরুদ্ধে একটি মাত্র ম্যাচেও জয় পেয়েছে ভারত। ২০১৫ বিশ্বকাপের পর ১৪টি একদিনের সিরিজে জয় পেয়েছে ভারত। আর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হারের পর ১০টি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। হার শুধুমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধে।

একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ৬৩ ম্যাচে অধিনায়কত্ব করেছেন কোহলি। জিতেছেন ৪৭টি ম্যাচ। গড় ৭৪.‌৬০। কোহলির আগে আছেন শুধু ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড। অধিনায়ক লয়েড ৮৪ ম্যাচের মধ্যে জিতেছিলেন ৬৪ ম্যাচ। গড় ৭৬.‌১৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়