শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ১২:২৬ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর রাইডার্সকে ১৪২ রানের টার্গেট দিলো রাজশাহী কিংস (সরাসরি)

আবু সুফিয়ান শুভ: বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজকের সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করেছে রাজশাহী কিংস। ফলে রংপুরের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ১৪২ রানের।

এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী কিংস দলপতি মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। জনসন চার্লস মাত্র ১২ রান করে ফরহাদ রেজার বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

বেশিক্ষণ টিকতে পারননি মমিনুল হকও। তিনি ৪ রান করে ফিরে গেছেন নাহিদুলের বলে বোল্ড হয়ে। সৌম্য সরকার ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন ১৪ রান করে রুশোর হাতে ক্যাচ দিয়ে তিনি শহিদুলের দ্বিতীয় শিকার হয়েছেন।

মিরাজ ফিরেছেন ৬ রান করে নাজমুল ইসলামের বলে বোল্ড হয়ে। ইভান্স শুরু থেকে দেখেশুনে খেলে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে ৩৫ রান করে শহিদুলের বলে নাহিদুলের হাতে ক্যাচ দিলে তাঁর এই ইনিংসের সমাপ্তি ঘটে।

জোনকারও নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি ১৬ রান করে নাজমুলের বলে ক্যাচ দিয়েছেন মেহেদী মারুফের হাতে। শেষ দিকে ফজলে রাব্বি ১৮ ও কাইস ২২ রান করে ফরহাদ রেজার শিকার হলে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় রাজশহী।

শেষ পর্যন্ত ১ রান করে আরাফাত সানি ও ৪ রান করে মুস্তাফিজ অপরাজিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়