শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাম্প্রদায়িক ও সন্ত্রাাসির পক্ষ থেকে দেশ এখনো হুমকির মুখে পড়ে আছে বললেন, হাসানুল হক ইনু

হ্যাপি আক্তার : জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ এখনো হুমকির মুখে পড়ে আছে, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসির পক্ষ থেকে। সেই বিপদটা এখনো রয়েই রয়ে গেছে। কারণ দেশের রাজনীতির ঘরে সাম্প্রদায়িক, জঙ্গি, সন্ত্রাস ও তার দোসর এবং প্রধান পৃষ্ঠপোষক বিএনপি জামায়াত। তারা এই নির্বাচনের পরে ফলাফলকে অস্বীকার করে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিল। তারা কোণঠাসা হয়েছে তবে দেশের রাজনীতি থেকে সরে যায়নি এবং আত্মসমর্পণ করেনি। এই জায়গাটিতে ফয়সালা করতে হবে। সোমবার রাতে সময় টেলিভিশনের ‘সম্পাদকীয়’ টকশোতে তিনি এসব কথা বলেন।

১৪ দলের প্রয়োজনের কথা উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ১৪ দল রাজনৈতিকভাবে দরকার, কারণ যে লক্ষ্য নিয়ে এই দল গঠন করা হয়েছিলো, তার কিছু অর্জন করতে সক্ষম হয়েছি, আর কিছু বাকি আছে। তবে গত ১০ বছরে অনেক দূর এগিয়ে এসেছি কিন্তু এখনো অনেক জঞ্জাল, সমাজ নীতি এবং সংবিধান নীতি দেশের ওপরে চাপিয়ে দেয়া হয়েছিলো সেখান থেকে দেশকে আবার পরিষ্কার করে মুক্তিযোদ্ধের চেতনার ওপর দাঁড় করানো মূল লক্ষ্য। সেজন্য ১৪ দলের প্রয়োজন রয়েছে রাজনৈতিকভাবে।

তিনি বলেন, সংবিধানে এখনো সাম্প্রাদায়িকতা এবং সামরিক শাসনের ছাপ আছে। যা আমার ১৫ সংশোধনীতে সব পরিষ্কার করতে পারিনি। আশা করছি এই পাঁচ বছরে সেই জায়গাগুলোকে আরো পরিষ্কার করতে পারবো। আইনকানুন এবং গণতান্ত্রিক সমাজ গঠনের ব্যাপারে কিছু প্রহরী সংস্থা আছে, কিছু স্বচ্ছতার বিষয় আছে। সেই জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে। সংসদীয় জায়গাতেই অনেক সংস্কারের জায়গা রয়েছে, সেগুলো ঠিক করতে হবে।

তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র ও সমাজ নিরাপদ থাকবে এই নিশ্চয়তা অর্জন করা দরকার। সে কাজটি করা বাকি আছে। আমরা মনে করি এই ৫ বছরে যেটুকু বাকি আছে তার বেশ কিছু অংশ মোটা দাগে শেষ করতে পারবো। সম্পাদনা : রাজু

  • সর্বশেষ
  • জনপ্রিয়