শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৭:৩৫ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলি ইমিগ্রেশনে বাড়ছে যাত্রী পারাপার, চলতি অর্থবছরে ২১ কোটি টাকার বেশি রাজস্ব আদায়

জাবের হোসেন : দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতে যাত্রী পারাপার বেড়েছে। ভারতের কলকাতা, চেন্নাই ও দার্জিলিংসহ বিভিন্ন জেলার সাথে সড়ক ও রেল যোগাযোগ ভালো হওয়ায় প্রতিদিন হিলি স্থলবন্দর রুট ব্যবহার করছেন ৭০০ থেকে ৮০০ যাত্রী। যাত্রীদের আকৃষ্ট করতে ইুমগ্রেশন চেকপোস্টে সেবার মান বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। যাত্রীরা নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে। সময় সংবাদ

যাত্রীরা জানান, অসুস্থ রোগিদের জন্য কমোট টয়েলেটের প্রয়োজন। এদিক দিয়ে ট্রেন আসা যাওয়া করে,আমাদের জীবন ঝুঁকিপূর্ণ সরকার এখানে বিকল্প ভাবে ফুটওভার ব্রিজ করে দিলে ঝুকি অনেকটা কমবে। কোন যাত্রী যেনো দালালের পাল্লায় পরতে না হয় এবিষয় কর্তৃপক্ষ নজরদারি বাড়াতে হবে।

যাত্রীদের উদ্বেগের বিষয়টি আমলে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ইমিগ্রেশনের কর্মকর্তারা। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, 'যাত্রীরা যাতে নিরাপদে পার হতে পারে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের আলোচনা চলছে।  হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা মফিজুর রহমান বলেন, 'চলতি অর্থবছরে এখনো পর্যন্ত ২১ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। যাত্রীসেবার মান বাড়াতে পারলে এর পরিমাণ আরো বাড়বে।'

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয়মাসে এই রুট ব্যবহার করেছেন ৮৪ হাজার ৭শ' ৭৯ জন যাত্রী। চলতি অর্থবছরের প্রায় ছয় মাসে শুধু ভ্রমণ খাত থেকে ২২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে যাত্রীরা বলছেন, একই রাস্তা দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চলায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। সমস্যা সমাধানে স্থানীয় স্থলবন্দর সমন্বয় কমিটির সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়