শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৭:১৭ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহিস্কার করলে কিছু যায় আসে না: সুলতান মনসুর

অনলাইন ডেস্ক: শপথ নিলে গণফোরাম থেকে বহিস্কার করা হবে- সুব্রত চৌধুরীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া সুলতান মোহাম্মদ মুনসুর বলেন, আমি গণফোমের কেউ না। তাই তারা আমাকে বহিস্কার করলে কিছু যায় আসে না।

সোমবার এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

সুলতান মনসুর বলেন, নব্বই দিনের মধ্যে আমি শপথ নেব ও সংসদে যোগ দিব। কারণ, এলাকার জনগণ আমাকে সংসদে যোগ দেওয়ার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছে।

এদিকে সুলতান মোহাম্মদ মুনসুর গণফোরামের কেউ নন, তাহলে কিভাবে তাকে বহিস্কার করবেন? এ প্রসঙ্গে সুব্রত চৌধুরী বলেন, মুকাব্বির খান দলের প্রেসিডিয়াম সদস্য। আর সুলতান প্রাথমিক সদস্য। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর স্বাক্ষরিত চিঠি নিয়েই তারা দু’জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই কাগজ আমার কাছে রয়েছে বলে দাবি করেন সুব্রত চৌধুরী।

জানা গেছে, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রথম অবস্থায় নির্বাচিত দুই এমপির শপথ নেওয়া ও সংসদে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে থাকলেও, এখন তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। দলটির অধিকাংশ কেন্দ্রীয় নেতা সংসদে যোগ না দেওয়ার পক্ষ নেওয়ায় ড. কামাল হোসেনও এখন চাচ্ছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়