শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০২:২৩ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি জয়ের প্রেরণা নিয়ে যুবাদের ওয়ানডে সিরিজ শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা গত রোববারেই খেলেছেন নিজেদের ইতিহাসে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে সেখানেই গড়েছেন ইতিহাস। নিজেদের যুব টি-টোয়েন্টির প্রথম ম্যাচটা জয় দিয়েই রাঙাতে পেরেছে আকবর আলী বাহিনী। আগামীকাল মঙ্গলবার ইংলিশ বাহিনীর বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করবে টাইগার যুবারা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল। বাংলাদেশ সময় সকাল নয়টায় মাঠে গড়াবে ম্যাচটি।

একদিনের ক্রিকেটে টাইগার যুবাদের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো না। ঘরে-বাইরে কয়েকটি সিরিজ হাতছাড়া হয়েছে। এশিয়া কাপের সেমিতে ভারতের কাছে হারের পর লঙ্কা সফরেও হারতে হয়েছিল সাকিব-তাজমিনদের। তবে ঘরের মাঠে একমাত্র টি-টোয়েন্টিতে ইংলিশ বাহিনীকে হারিয়ে বেশ চনমনেই আছে জুনিয়র টাইগাররা। যুব দলের অধিনায়ক আকবর আলীল কণ্ঠেও ভেসে উঠলো আত্মবিশ্বাসের সুর। ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ দেখা হয়েছিল যুব বিশ্বকাপে। সেখানে ৫ উইকেটে জিতেছিল টাইগার যুবারা।

ওয়ানডে সিরিজের আগে আকবর আলী বলেন, ‘একমাত্র টি-টোয়েন্টির জয় আমাদের ওয়ানডে সিরিজের জন্য আত্মবিশ্বাস জোগাবে। সিরিজ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তবে জয়ের চেয়ে আমরা সিরিজজুড়ে আমাদের পারফর্মটা ঠিকঠাক ধরে রাখতে চাই। সেটা ঠিক থাকলে জয় আপনা-আপনি চলে আসবে।’

ইংল্যান্ডেরও সময়টা ভালো যাচ্ছে না। যুব বিশ্বকাপে ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল যুব ইংলিশ বাহিনী। কিন্তু সেখানেও একদিনের সিরিজ হেরে ফিরতে হয়েছিল তাদের। তবে বাংলাদেশের মাটিতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে বেশ আশাবাদী সফরকারী দল। ইংলিশ বাহিনীর অধিনায়ক জেমি স্মিথ বলেছেন, ‘আমাদের সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না। কিন্তু বাংলাদেশ থেকেই আমাদের ফর্মে ফেরার লড়াই শুরু হয়েছে। তাই ওয়ানযেড সিরিজ দিয়েই আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়