শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো সরকারি কার্যক্রম বন্ধ করার সম্ভাবনা রয়েছে: ট্রাম্প

নূর মাজিদ : আবারো সরকারি কার্যক্রম বন্ধ করা বা শাটডাউনের সম্ভাবনাকে একদম উড়িয়ে দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে অভিবাসী ঠেকাতে কংগ্রেস আদৌ অর্থবরাদ্দ দেবেনা এমন আশঙ্কা প্রকাশ করে তিনি ফের সরকারি কার্যক্রম বন্ধ করার বিষয়টি বিবেচনায় রেখেছেন বলে জানান। গত রোববার প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াল স্ট্রীট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন। সিএনবিসি

মার্কিন দৈনিকটিকে ট্রাম্প জানান, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে সমঝোতা হওয়ার ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে। বাকি অর্ধেক অনিশ্চয়তায় ভরা। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি পরবর্তী সরকারি বরাদ্দের আলোচনায় সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ নাও পাওয়া যেতে পারে।

ট্রাম্প জানান, তিনি দেয়াল নির্মাণে প্রয়োজনীয় ৫৭০ কোটি ডলারের চাইতে কম অর্থ বরাদ্দ দেয়া হলে তা মেনে নেবেন না। এছাড়াও, যে সকল অবৈধ অভিবাসী অভিভাবক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ানোর লক্ষ্যে নিজ সন্তানদের নিয়ে এসেছেন তাদের স্বীকৃতি দিতে কংগ্রেস প্রস্তাবিত ড্রিম অ্যাক্টও মেনে নেবেন না। ট্রাম্পের দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দে রাজী হওয়ার বিপরীতে ডেমোক্রাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস রিপাবলিকানদের প্রতি ড্রিম অ্যাক্ট বিলটিতে সমর্থন দেয়ার প্রস্তাব দেয়।

এই প্রেক্ষিতেই গত শুক্রবার একটি বিলে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে ৩৫ দিন ধরে চলমান শাটডাউন পরিস্থিতির আপাত বিরতি টানেন। ইতোমধ্যেই, এই শাটডাউন যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি কার্যক্রম বন্ধের ঘটনায় পরিণত হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রায় ৮ লাখ ফেডারেল কর্মী বেতনবিহীন অবস্থায় চাকরি করতে বাধ্য হন। তাদের অনেকেই এই সময় তাদের দৈনন্দিন খরচ মেটাতে আর্থিক সংকটে পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়