শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:০০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

`বিশ্বকাপে অভাগা দ.আফ্রিকা, ভালো দল হয়ে উঠছে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে কে সবচেয়ে ‘অভাগা দল’, সেটি জিজ্ঞেস করা হলে একবাক্যে উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। দ্বিপক্ষীয় সিরিজে অনেক সাফল্যের ভিড়ে নেই কোনও আন্তর্জাতিক শিরোপা। প্রায় প্রতি বিশ্বকাপেই ফেভারিট তকমা নিয়ে বিশ্বকাপের মঞ্চে যায় দলটি। বিদায় নিতে হয় খালি হাতেই।

ফাইনালেও খেলার সুযোগ হয়নি দলটির। বিশ্বকাপের সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে সবশেষ ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে গিয়েছিল প্রোটিয়ারা। হাশিম আমলা, ডি কক, ডেল স্টেইনের দল ডি ভিলিয়ার্সের নেতৃত্বে বিশ্বকাপ জিতবে ধারণা ছিল অনেকেরই। সেবারও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে হতাশ হয়ে ফিরতে হয় তাদের। সেই বিশ্বকাপের পর খেলা চালিয়ে গেলেও ২০১৯ বিশ্বকাপের আগে অবসরের সিদ্ধান্ত নেয় দলটির সবচেয়ে বড় তারকা এবি ডি ভিলিয়ার্স।
সেই সুযোগে এখন বিশ্বজুড়ে মাতিয়ে বেড়াচ্ছেন ফ্রাঞ্চাইজি লিগগুলো। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এসেছেন রংপুর রাইডার্সের হয়ে মাতাতে।

নিজেরা ট্রফি না জিততে পারলেও আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্ট বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখছেন বলে জানান তিনি।

ভিলিয়ার্সের মতে, তাদের (বাংলাদেশের) স্কোয়াডে কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সাকিব, মাহমুদউল্লাাহ ও মুশফিক সবাই অভিজ্ঞ ক্রিকেটার। কারণ তারা অনেকদিন ধরে একসঙ্গে খেলছে। তারা এখন দলকে জেতাতে পারছে।
তিনি মনে করেন সঠিক পরিকল্পনা কাজে লাগাতে পারলে বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ।

‘আসলে সবচেয়ে বড় কথা হলো মাঠের মাঝখানে গিয়ে আপনি পরিকল্পনা কাজে লাগাতে পারছেন কিনা। বাংলাদেশ ধীরে ধীরে ভালো দল হয়ে উঠছে এবং আমার বিশ্বাস বিশ্বকাপে তারা ভালো করবে। -আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়