শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় বৈশ্বিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকা শীর্ষক সেমিনার

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: ‘বৈশ্বিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে একটি সেমিনার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারের উদ্বোধনকালে বক্তারা বলেন, বিশ্বব্যাপী বৈষম্যের বিরুদ্ধে যারা কথা বলে তার মধ্যে অন্যতম হলো জাতিসংঘ। সমতাভিত্তিক বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। নারী-পুরুষের বিভেদ নিরসন, শিশুশিক্ষা, উদ্বাস্তুদের পুনর্বাসন, শরণার্থী সমস্যা সমাধান, শান্তিরক্ষা মিশন পরিচালনাসহ বহু দৃষ্টান্ত স্থাপন করেছে জাতিসংঘ।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সভাপতিত্ব করেন ল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ওয়ালিউল হাসনাত। বিশেষ অতিথি ছিলেন খুবির কোষাধ্যক্ষ প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন ও ইউনিসেফ এর খুলনা বিভাগের মাঠ প্রধান কফিল উদ্দিন। স্বাগত জানান ডেভলপমেন্ট ডিসিপ্লিনের প্রধান কাজী হুমায়ুন কবীর।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারের পূর্বে খুবি উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়