শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১০:৩৯ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষা না দেওয়ায় নিষিদ্ধই থাকছেন রাইডু

স্পোর্টস ডেস্ক : অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন ভারতের স্পিনার আম্বাতি রাইডু। অভিযোগে ভিত্তিতে সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করেছে। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বোলিং করার পর রাইডুর অ্যাকশনের বৈধতা নিয়ে রিপোর্ট করে ম্যাচ অফিশিয়ালরা। পরবর্তীতে ৩৩ বছর বয়সী ভারতীয় এই পার্ট-টাইম স্পিনারের বিপক্ষে টিম ম্যানেজমেন্টের কাছে প্রতিবেদন জমা দেয় তারা।

এই অভিযোগের ভিত্তিতে আইসিসির অধীনে ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হতো রাইডুকে। কিন্তু তিনি নিজেই এই পরীক্ষা না দেয়ার সিদ্ধান্ত নেন। যে কারণে তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি। এরপর যদি রাইডুর বোলিং করতে চান তাহলে তাকে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আইসিসির কাছ থেকে বৈধতা নিতে হবে। বোলিং অ্যাকশনের ৪.২ ধারায় তাকে এই শাস্তি দেয় আইসিসি।

তবে বিসিসিআইকে পাঠানো আইসিসির বার্তায় বলা হয়েছে, রাইডু চাইলে ঘরোয়া টুর্নামেন্টে বোলিং করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি ম্যাচ খেললেও এখন পর্যন্ত মাত্র ৯টি ম্যাচে বোলিং করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়