শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসা দিবসে পরী-আরজুর ‘আমার প্রেম আমার প্রিয়া’

বিনোদন প্রতিবেদক: ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে পরী মণি ও কায়েস আরজু অভিনীত চলচ্চিত্র ‘আমার প্রেম আমার প্রিয়া’। আগামী ৮ ফেব্রুয়ারি সারা দেশে ছবিটি মুক্তি পাবে। বিষয়টি জানিয়েছেন ছবির পরিচালক শামীমুল ইসলাম শামীম।

এ বিষয়ে নির্মাতা বলেন, ‘আগামী ৮ ফেব্রুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যাচ্ছি। এ জন্য প্রযোজক সমিতিতে মুক্তির জন্য নাম নিবন্ধন করেছি। ছবিটির গল্প ভালোবাসা কেন্দ্রীক। তাই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ছবিটি মুক্তি দিচ্ছি।’

একই তারিখে আরও একটি ছবি মুক্তি পাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একসাথে একাধিক ছবি মুক্তি পাচ্ছে এটা চলচ্চিত্রের জন্য ভালো। দর্শকদের আগ্রহ বাড়ে হলে আসার।এখন দেশে প্রায় তিনশ সিনেমা হল রয়েছে। সে হিসেবে তিনটি সিনেমাও যদি মুক্তি পায়, তা হলেও ব্যবসা করা সম্ভব।

পরী মণি বলেন, সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী। দর্শকরা ভালো গল্পের সিনেমা দেখতে যাচ্ছেন। আমাদের সমাজের সাধারণ প্রেমের গল্প। কায়েস আফজুর সাথে প্রথমবার জুটি হয়ে অভিনয় করছি। ছবিতে আমাদের সুন্দর রসায়ন দর্শক পছন্দ করবেন বলে আমি মনে করি।’

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরী মণি, কায়েস আরজু ছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়