শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন রুশ ফার্মের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করলো ট্রাম্প প্রশাসন

আব্দুর রাজ্জাক : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ট একজনের মালিকানাধীন তিনটি ফার্মের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তটির বিরোধীতা করে অবরোধ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে দেশটির বিরোধী দল ডেমোক্রেটের আইনপ্রণেতারা। বিবিসি

গত রোববার রুশ নাগরিক ওলেগ দেরিপাস্কারের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম কোম্পানি রুসাল, এনপ্লাস গ্রুপ ও জেএসসি ইউরোসিব এনারগোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

রুশ বিজনেস ম্যাগনেট দেরিপাস্কা ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তদন্তাধীন আছেন। কোম্পানিগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা হলেও দেরিপাস্কারের ওপর তা কার্যকর থাকবে বলে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে।
বিশ্বব্যাপী ক্ষতিকর রুশ প্রভাব ঠেকাতে গত এপ্রিলে উক্ত কোম্পানিগুলোর ওপর অবরোধ আরোপ করা হয়েছিলো। এই কোম্পানিগুলোর ওপর ভর করে রুশ প্রশাসন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালিয়েছে এং অনেক সাইবার হ্যাকিংয়েও এরা জড়িত বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ।

উল্লেখ্য, এ মাসের গোড়ার দিকে মার্কিন সিনেটে দেরিপাস্কারের কোম্পানিগুলোর ওপর আরোপিত অবরোধ অব্যাহত রাখার আলোচনা ক্ষমতাসীন রিপাবলিকানরা আটকে দিলে তা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিবেচনায় আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়