শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের বিজ্ঞানী ও প্রকৌশলীরা নিজ দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ করবেন : মো. মোমিনুল ইসলাম

নাঈমা জাবীন : নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ট্রেইনি (সায়েন্টিফিক) মো. মোমিনুল ইসলাম বলেছেন, দেশের পারমাণবিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহায়তায় ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দুই শতাধিক বিজ্ঞানীকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সূত্র : সমকাল
তিনি আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে প্রতি বছর রাশিয়ায় বাংলাদেশি বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রতি মাসে কয়েকটি দল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে রাশিয়া যাচ্ছে প্রশিক্ষণ গ্রহণ করতে। দক্ষ জনশক্তি তৈরির জন্য সারাদেশ থেকে বাছাই করে তিন বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রাম এবং ছয় বছর মেয়াদি স্পেশালিস্ট প্রোগ্রামে রাশিয়ার ‘ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি’তে বাংলাদেশি ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। পড়াশোনা শেষ করে তারা দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অর্জিত জ্ঞান ও মেধা কাজে লাগাবেন। একটি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারতও বাংলাদেশকে পরামর্শক সেবা প্রদান করার পাশাপাশি মানবসম্পদ প্রশিক্ষণে সহযোগিতা প্রদান করবে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পরের কয়েক বছর প্রকল্পটি রক্ষণাবেক্ষণে রাশিয়া সহযোগিতা করবে। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের বিজ্ঞানী ও প্রকৌশলীরাই নিজ দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ করবেন এবং রিঅ্যাক্টর ডিজাইন করতে সক্ষম হবেন। দেশের বিদ্যুৎ ও শিল্প খাত, বিজ্ঞান শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়