শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৪:২৮ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় ১২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মামুন মোল্লা, সাভার: আশুলিয়ায় ১২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর রাতে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী নয়ন (২০) চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা থানাধীন দোস্তিগ্রাম এলাকার মাসুদ ড্রাইভারের ছেলে। পলাতক আসামিরা হলো- চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা থানাধীন দোস্তগ্রিাম এলাকার নূর মোহাম্মদের ছেলে মহসিন (২৯) এবং কুষ্টিয়া জেলার খোকশা থানাধীন মহিষখোলা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে শেখ বাবুল (৩৯)। তারা তিনজনই আশুলিয়ার র্দূগাপুর দক্ষিণ চালা এলাকার মিজান বিডিআর এর বাড়িতে ভাড়া থেকে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো।

এ বিষয়ে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম জানান, রোববার ভোরে রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে র্দূগাপুর দক্ষিণ চালা এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় তিন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে মাদক ব্যবসায়ী নয়নকে আটক করে। এসময় আরও দুই মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। পরে নয়নকে জিঙ্গাসাবাদ করলে পলাতক আসামীদের নাম জানতে পারি এবং তার কাছে রক্ষিত একশত বিশ বোতল ফেন্সিডিল জব্দ করি। উদ্ধারকৃত মাদকের আনুমানকি মূল্য এক লাখ বিশ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এএসআই জাহিদুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়