শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থানীয়দের সাথে রোহিঙ্গাদের ‘এনগেজমেন্ট’ কম : আলিস্টেয়ার

তরিকুল ইসলাম : আন্তর্জাতিক গবেষক ও বিশেষজ্ঞ ড. আলিস্টেয়ার ডি বি কুক বলেছেন, আমি আমার গবেষণায় দেখেছি স্থানীয় কমিউনিটির সঙ্গে রোহিঙ্গাদের 'এনগেজমেন্ট' কম। উভয় পক্ষের স্বার্থের জন্যই নিজেদের মধ্যে যোগাযোগ এবং সহায়তা বাড়াতে হবে। স্থানীয় এবং আন্তর্জাতিক এনজিওগুলোকে এক্ষেত্রে মূল ভূমিকা রাখতে হবে।

রোববার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থী সমস্যা: বাংলাদেশে জটিল মানবিক জরুরি অবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনা সভায় এভাবেই প্রতিক্রিয়া তুলে ধরেন ড. আলিস্টেয়ার। তার মতে, স্থানীয়রা রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বটে। কিন্তু সেটা আরও বেশ যোগাযোগপূর্ণ হতে হবে।

রোহিঙ্গাদের প্রয়োজনের তুলনায় কম সহযোগিতা করা হয়েছে এমনটা উল্লেখ করে এই গবেষক বলেন, সাহায্য প্রার্থীরা কেমন সাহায্য পেলেন সেই বিষয়ে তাদের মতামত গ্রহণের একটি সুনির্দিষ্ট ব্যবস্থা নিশ্চিত করতে হবে স্থানীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়কে। শরণার্থীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দাতা সংস্থা এবং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থায় কর্মরত প্রায় ২০ জন ব্যক্তির সাক্ষাৎকার নেন তিনি।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ম. তামিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতিসংঘ, অক্সফাম ইন্টারন্যাশনাল, ইউএসএইডসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়