শিরোনাম

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গোতে অর্ধ শতাধিক গণকবরের সন্ধান পেল জাতিসংঘ

কঙ্গোর পশ্চিমে ৫০টিরও বেশি গণকবরের সন্ধান পেল জাতিসংঘ। এতে এ এলাকায় সাম্প্রতিককালে পরিচালিত ব্যাপক হত্যাকান্ডের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (ইউএনজেএইচআরও) জানিয়েছে। আলজাজিরা

জাতিসংঘ এবং (ইউএনজেএইচআরও) এর যৌথ পরিচালক আব্দুল আজিজ শনিবার জানিয়েছেন, মাই-নডোম্বে প্রদেশে ইউম্বি শহরে আমরা ৫০টিরও বেশি কবর খুঁেজ পেয়েছি।

স্থানীয় কর্তৃপক্ষের সাথে একটি যৌথ অনুসন্ধান মিশনে অংশ নিয়ে আব্দুল আজিজ বলেন, এই কবরগুলোতে মৃতের সংখ্যাটি অনেক বেশি। এ কবর পাঁচটি, দশটি দেহের এমনকি একশো কিংবা এর চারগুণ বেশি মৃত দেহ থাকতে পারে।

ডিআরসির সেনাবাহিনী প্রধান সিকাবে এএফপিকে জানিয়েছেন, এ ঘটনার জন্য তদন্ত শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, হত্যাকারীরা ঐ অঞ্চলের সৈন্য এবং পুলিশ কর্মকর্তাদের হত্যা করে তাদের অস্ত্র নিয়ে যায়।

জাতিসংঘ জানায়, এই অঞ্চলে মাসের শুরুতে সাম্প্রদায়িক সংঘর্ষে তিন দিনে প্রায় ৯শ মানুষ নিহত হয়েছে। এদিকে, জাতিসংঘের হাই কমিশনার মিশেল ব্যাচেল্টে এক বিবৃতিতে জানান, ১৬ জানুয়ারি জাতিসংঘের অফিস থেকে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে, ইউম্বির চারটি গ্রামে ১৬ এবং ১৮ ডিসেম্বর হত্যাকান্ড ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়