শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৮ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবকে সরিয়ে শীর্ষে হোল্ডার

স্পোর্টস ডেস্ক : বার্বাডোজে ঘরের মাঠের দর্শকদের সামনে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান হোল্ডার। দ্বিতীয় ইনিংসে দল যখন ব্যাটিং বিপর্যয়ে তখন একহাতে দলকে সামনে থেকে সামাল দেন হোল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন হোল্ডার। ব্যাটিংয়ের পর বল হাতে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও জেনিংসের উইকেট তুলে নেন এই উইন্ডিজ অধিনায়ক।

পুূরস্কার স্বরূপ দীর্ঘদিন আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে রাজত্ব করে আসা সাকিব আল হাসানকে টপকে র‌্যাঙ্কিংয়ের সবার উপরে উঠে এসেছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ৪৪০ রেটিং নিয়ে শীর্ষে তিনি। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং ৪১৫ এবং র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা রবিন্দ্র জাদেজার রেটিং ৩৮৭। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের পর ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন হোল্ডার। ২৫ ধাপ এগিয়ে বর্তমান অবস্থান ৩৩।

উইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট দিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ডওরিচ ও শিমরন হেটমায়ার। হোল্ডারের পাশাপাশি ব্যাট হাতে ১১৬ রানের ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৪৭ এ উঠে এসেছেন ডওরিচ। ১১ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন হেটমায়ার। এছাড়াও ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। তার রেটিং ৯২২।

৮৯৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনে রয়েছেন চেতেশ্বর পূজারা। বাংলাদেশিদের মধ্যে ৬১৬ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের ২৬ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। ৩০১ রেটিং নিয়ে ৩১ নম্বরে মুমিনুল হক এবং এক রেটিং কম নিয়ে তার পরেই রয়েছেন মুশফিকুর রহিম।

৫৬৯ রেটিং নিয়ে ৩৫ নম্বরে রয়েছে তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭ রান দিয়ে ৫ উইকেট লাভ করাতে বোলিং র‌্যাঙ্কিংয়ে ২০ নম্বরে উঠে এসেছেন কেমার রোচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়