শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুখোড় নেত্রী চিত্র নায়িকা পপি!

ইন্দুবালা গ্রুপের প্রধান রাজিয়া শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সারা দেশের সব বয়সের জনতা মাঠে নেমেছেন। সবার এক দাবি- ইন্দুবালার মুক্তি। মুক্তি চাই চাই, ইন্দুবালার মুক্তি চাই, ইন্দুবালার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে- এমনই স্লোগানে উত্তাল সারা দেশ। এমন সময় সবাইকে ঘরে ফিরে যাবার নির্দেশ দিলেন নেত্রী।

ইন্দুবালা গ্রুপের প্রধান রাজিয়া শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সারা দেশের সব বয়সের জনতা মাঠে নেমেছেন। সবার এক দাবি- ইন্দুবালার মুক্তি। মুক্তি চাই চাই, ইন্দুবালার মুক্তি চাই, ইন্দুবালার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে- এমনই স্লোগানে উত্তাল সারা দেশ। এমন সময় সবাইকে ঘরে ফিরে যাবার নির্দেশ দিলেন নেত্রী। ইন্দুবালায় এমনই তুখোড় নেত্রীর বেশে হাজির হলেন চিত্র নায়িকা পপি।

প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। পপির ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছিলেন ওয়েব সিরিজটি দেখার জন্য। অবশেষে অনন্য মামুন পরিচালিত ‘ইন্দুবালা’ আজ শনিবার মুক্তি পেয়েছে অনলাইনে। সিনেস্পট নামের একটি অ্যাপসের মাধ্যমে দেখা যাচ্ছে এটি। লুক ও অভিনয় দিয়ে ইন্দুবালায় প্রথম পর্বেই চমকে দিলেন পপি।

নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ইন্দুবালার প্রথম পর্ব মুক্তি পেল আজ। ১৩ পর্বের এই ওয়েব সিরিজটির প্রথম পর্ব উপভোগ করবেন দর্শকরা। ধারাবাহিক ভাবে আসবে পরের পর্বগুলো।’এই ওয়েব সিরিজে দেখা যাচ্ছে, ইন্দুবালা একজন শিক্ষিতা সাহসী নারী, প্রতিবাদী কণ্ঠ। সমাজের অন্যায়-অপরাধের বিরুদ্ধে সোচ্চার এ নারীর প্রতিবাদ অহিংস উপায়ে।

ইন্দুবালায় নিজের চরিত্র প্রসঙ্গে পপি বলেন, ‘চরিত্রটি একেবারেই সিনেমাটিক। আমার কাছে বেশ ভালো লেগেছে। ওয়েব সিরিজ হলেও সিনেমার মতোই এর গল্প। এ ধরনের ওয়েব সিরিজ বাংলাদেশে আগে কখনও তৈরি হয়নি। তাই প্রথমবার এ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে বেশ ভালো লাগছে। আশা করি সবার ভালো লাগবে।’

এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল। আরও অভিনয় করেছেন শক্তিশালী অভিনেতা তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম. চিত্রনায়ক এবিএম সুমনসহ অনেকে। এ এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে ইনোভেট সল্যুশন লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়