শিরোনাম
◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:২৬ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেলের আবারো জয়লাভ

নতুন নেতৃত্ব নয়, পুরনো নেতৃত্বই ভরসা রাখলনে বাংলাদশে চলচিত্র পরিচালক সমিতির পরচিালকরা; যার প্রমাণ পাওয়া গলো শনিবার সকালে ঘোষিত হওয়া সমিতির সদস্যদের ভোটের রায়ে ফলাফল। শুক্রবার অনুষ্ঠতি হয় পরচিালক সমতিরি দ্বিবার্ষিক নর্বিাচন। নর্বিাচনে জয় লাভ করছেে মুশফকিুর রহমান গুলজার-বদউিল আলম খোকন প্যানলে। ১৯ পদরে মধ্যে ১৪ টতিে জয় পয়েছেে গুলজার-খোকন প্যানলে। অন্যদকিে পাঁচটতিে জয়ী হয়ছেনে বাদল-বজলুর প্যানলেরে সদস্যরা।

দ্বিতীয় দফায় সভাপতি নির্বাচিত হলেন গুলজার। মহাসচিব পদেও গত বারে সেই পুরনাে মুখ বদিউল আলম খোকন। নির্বাহী সদস্য পদে জয়ী হয়ছেনে ছটকু আহমদে, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফজিুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মন, আবুল খায়রে বুলবুল, ইলয়িাস ভূঁইয়া।

সকা‌ল ৭টায় নর্বিাচন কমশি‌নরে প্রধান কমশিনার আবদুল লতফি বাচ্চু ফল ঘােষণা ক‌রনে। ৩৬২ ভাে‌টরে ম‌ধ্যে বধৈ ভােট প‌ড়‌েছে ২৯২ট। সভাপতি পদে গুলজার পয়েছেনে ১৮৩ ভােট, তার নকিটতম র্প্রাথী বাদল খন্দকার পয়েছেনে মোট ১০৯টি ভােট।

মহাস‌চবি প‌দে দুই প্র‌তদ্বিন্দ্বী র্প্রাথীর চ‌েয়ে প্রায় দ্বগিুণ ভােটে নর্বিাচতি হয়ছেনে খোকন। ত‌িনি পয়ে‌েছনে ১৫৭ ভােট, প্র‌তদ্বিন্দী দুই র্প্রাথ‌ী‌ সা‌ফি উদ্দনি সা‌ফি ও বজলুর রাশদে চৗেধুরী পয়ে‌েছনে যথাক্র‌মে ৬৭ ও ৬৮ ভােট।

এছাড়া সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর, উপ-মহাসচবি শাহীন সুমন, কোষাধ্যক্ষ মো. সালাহ্উদ্দনি, সাংগঠনকি সচবি কবরিুল ইসলাম রানা, আর্ন্তজাতকি ও তথ্য প্রযুক্তি সচবি মোস্তাফজিুর রহমান মানকি, সংস্কৃতি ও ক্রীড়া সচবি শাহনি কবরি টুটুল, প্রচার প্রকাশনা ও দপ্তর সচবি মো. আনোয়ার সরিাজ।

গত ২৫ জানুয়ারি সকাল ৯টা থকেে ভোগ গ্রহণ শুরু হয়। চলে বকিলেে পাঁচটা র্পযন্ত। ৩৬২ জন সদস্য পরচিালকরে মধ্যে ৪৩ জন ছাড়া বাকি সবাই ভোট প্রদান করনে। সন্ধ্যা ৬টা থকেে প্রধান নর্বিাচন কমশিনার আবদুল লতফি বাচ্চুর নতেৃত্বে ভোট গণনা শুরু হয় দুই সহকারী কমশিনার হসিবেে শফকিুর রহমান ও ডি এইচ নশিানরে নতেৃত্বে গণনা হয় ভোট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়