শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৭ জুলাই, ২০১৮, ০৩:২৩ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০১৮, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি করছি

ড. আসিফ নজরুল: ১৯৯৫/৯৬ সাল, পিএইচডি গবেষণার ফাঁকে ফাঁকে সারাদিন ক্রিকেট খেলা দেখি। ইংল্যান্ডের তখন খুব খারাপ অবস্থা। ছোট ছোট দলের সাথেও হেরে যায় তারা। জিওফ বয়কট আছেন ধারাভাষ্যে। তিনি নাটকীয়ভাবে বললেন, ইংল্যান্ডের ছেলেরা এখন কেবল একটা টিমকেই হারাতে পারবে। কাকে? বাকীরা উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন।

বয়কট ক্রুর হাসেন আর বলেন, ইংল্যান্ডের মহিলা ক্রিকেট টিমকে। বাংলাদেশের ছেলেদের এখন কি বলা যায়? সাড়ে ১৮ ওভার খেলে টেস্টের এক ইনিংসে, ভাবা যায়? আমার প্রস্তাব হচ্ছে এদের ম্যাচ ফি পুরোটা কেটে নেয়া হোক ও বিরাট অংকের জরিমানা করা হোক। ভালো খেললে কোটি কোটি টাকা পুরস্কার গাড়ী, বাড়ী। তাহলে এতো জঘন্য খেললে কোন শাস্তি নয় কেন? সামান্য হলেও প্রতিবাদ করেছি আমরা। আমরা শিক্ষার্থীসহ সকল মানুষের শান্তিপূর্ণ সমাবেশ ও আন্দোলনের এবং বাক-স্বাধীনতার অধিকার রক্ষার্থে সরকারকে তার সাংবিধানিক দায়-দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছি। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের দাবী জানাচ্ছি।

আন্দোলনকারীদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের নিপিড়ন মূলক ৫৭ ধারা সহ বিভিন্ন হয়রানি মূলক মামলা প্রত্যাহারের জোর দাবী করছি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্মরণ করিয়ে দিতে চাই যে, তাদের পেশাগত দায়িত্ব আন্দোলনকারীদের সাংবিধানিক অধিকার চর্চায় সহায়ক ভূমিকা পালন করা, অবৈধ হামলাকারীদের প্রশ্রয় ও সুরক্ষা প্রদান নয়।
পরিচিতি : অধ্যাপক, আইন বিভাগ, ঢাবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়