শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৮:১৬ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে ২০১৮ সালে ভয়াবহতম জনসংখ্যাহ্্রাস!

সান্দ্রা নন্দিনী : ২০১৮ সালে জাপানের জনসংখ্যা সবচেয়ে হ্রাস পেয়েছে। শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। সিএনএন

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানা যায়, চলতি বছর দেশটিতে মাত্র ৯লাখ ২১হাজার শিশুর জন্ম হয়। ২০১৭ সালের চেয়ে শিশুজন্মের এই সংখ্যা অন্তত ২৫ হাজার জন কম। জন্মহার হ্রাসের এই রেকর্ড ১৮৯৯ সাল থেকে শুরু হওয়ার পর এবছরই এত কম হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের মৃত্যুহার ছিলো ১৩ লাখ ৬৯ হাজার যা দ্বিতীয় বিশ^যুদ্ধ পরবর্তী মৃত্যুহারের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এছাড়াও, এবছর দেশটিতে ৪ লাখ ৪৮ হাজার মানুষের স্বাভাবিকমৃত্যু ঘটেছে যা দেশটির ইতিহাসে সর্বনি¤œ সংখ্যা।

প্রসঙ্গত, জাপানে ৬৫ বছরের বেশি বয়সের মানুষ দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি। যেখানে দেশটির মোট জনসংখ্যা এবছর দাঁড়িয়েছে ১২কোটি ৪০ লাখ। তবে, ভয়ের বিষয় হলো, ২০৬৫ সালে জাপানের জনসংখ্যা হ্রাস পেয়ে ৮ কোটি ৮০ লাখে গিয়ে ঠেকবে বলে আশংকা করা হচ্ছে।

এদিকে, দেশটির প্রধানমšী¿ শিনজো আবের সরকার জনসংখ্যাহ্রাস ঠেকাতে ১৮শ’ কোটি ডলার ৩ থেকে ৫ বছরের শিশুদের বিনাখরচে লেখাপড়ার কর্মসূচিতে ব্যয় করবে বলে ঘোষণা দিয়েছে। এছাড়া, ২ বছরের কম বয়সী শিশুদের ডে-কেয়ার সেন্টারের খরচ কমানোরও প্রস্তাব করেছে জাপান সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়