শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় শ’ কোটি টাকার বন্ড ছাড়ছে আশুগঞ্জ পাওয়ার

জনকন্ঠ  :  বিদ্যুত খাতের মূলধনী বিনিয়োগ ইক্যুইটি সমাধানে ৬০০ কোটি টাকার বন্ড ছাড়তে যাচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি (এপিএসসিএল)। নতুন প্রকল্প নির্মাণে সাধারণত ৩০ ভাগ কোন কোম্পানিকে মূলধনী বিনিয়োগ করতে হয়। আর বাকি ৭০ ভাগ ঋণ গ্রহণ করা যায়। মূলধনী বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানিগুলোর অর্থায়ন জটিলতা নিরসনে বন্ড একটি সমাধান হতে পারে বলে অনেক দিন থেকে বলা হচ্ছিল। তবে এই প্রথম এপিএসসিএল বন্ড ছাড়ার ঘোষণা দিল। রবিবার সকালে রাজধানীর পাঁচতারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয় কোম্পানি।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথির বক্তব্যে বলেন, বন্ডের মাধ্যমে আমাদের পুঁজিবাজার আরও গতিশীল হবে। ২০০৯ সালে যে ক্রাশ প্রোগ্রাম হাতে নেয়া হয়েছিল তারই হাত ধরে আজকের এই সাফল্য। বিদ্যুত মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এজন্য বিদ্যুতের প্রসার করে যেতেই হবে। চাহিদা পূরণে লক্ষ্য অনুযায়ী কাজ করার প্রতি গুরুত্বারোপ করে মুহিত বলেন, আমরা আগে লক্ষ্য নির্ধারণ করেছি। এখন সেই লক্ষ্য ধরেই কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী বীরবিক্রম, বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিদ্যুত বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বন্ড ক্রয়ের জন্য চুক্তি করা ব্যাংকগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয় ইস্যুকৃত বন্ডের মধ্যে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড ১০০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ১০০ কোটি টাকা, রূপালী ব্যাংক ৭৫ কোটি টাকা, সোনালী ব্যাংক ৫০ কোটি টাকা, উত্তরা ব্যাংক ২০ কোটি টাকা, সাধারণ বীমা ২০ কোটি টাকা, আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ২০ কোটি টাকার বন্ড নিয়েছে।

এপিএসসিএল ব্যবস্থাপনা পরিচালক এএমএম সাজ্জাদুর রহমান বলেন, বিদ্যুত খাতের কোম্পানিসমূহকে সরকারের ওপর নির্ভরশীলতা কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে ২৮ হাজার ২৩১ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় ৪৭ বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন হবে। সাধারণ মানুষ এবং ব্যাংকগুলোর এসব প্রকল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে। এ ধরনের বন্ড সেই দরজাকে উন্মুক্ত করবে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এখন প্রতিবছর গড়ে দুই হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হচ্ছে। বেসরকারী খাতের সঙ্গে তাল মিলিয়ে মন্ত্রণালয় কিভাবে কাজ করতে পারে সে বিষয়টি দেখা হচ্ছে। সারাবিশ^ বসে আছে আমাদের টাকা দিতে। আমাদের শুধু আরও স্বচ্ছ, আরও গতিময় হতে হবে। দেশের কোনায় কোনায় আজ আলো পৌঁছে গেছে। এই আলোর ধারাকে আরও বেগবান করতে হবে।

তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেন, এক সময় ভারতের গড় আয় আর বিদ্যুতের উন্নয়ন আমাদের চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু গত ১০ বছরে আমরা যত এগিয়েছি তারা ততটা এগোতে পারেনি। কারণ আমাদের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বের কারণে আমাদের আজকের এই অবস্থান। আগামীতেও তার নেতৃত্বে এগিয়ে যেতে চাই। এজন্য তিনি আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে বাংলাদেশের সেবা করার সুযোগ দিতে সকলকে অনুরোধ করেন।

মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, এই চুক্তির মাধ্যমে অর্থয়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো। সরকারীভাবে এই উদ্যোগ বিদ্যুত খাতকে আরও এগিয়ে নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছেন বলেই এই অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতেও আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আরও এগিয়ে যেতে চাই। সচিব কায়কাউস বলেন, পরিকল্পনা বাস্তবায়নে বিশাল বিনিয়োগ প্রয়োজন। সে বিনিয়োগের জন্য এ ধরনের চুক্তির প্রয়োজন। আজ এই নবযাত্রা আমরা শুরু করলাম। একটি উন্নত বাংলাদেশ গড়তে এই ধরনের বিনিয়োগ আরও প্রয়োজন হবে। অনুষ্ঠানের শেষে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে সাবসক্রিপসন এগ্রিমেন্ট বা বন্ড ক্রয়ের চুক্তি সই করেন এপিএসসিএল ব্যবস্থাপনা পরিচালক এএমএম সাজ্জাদুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়