শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪১ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি পর্যবেক্ষক আসা না-আসায় নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে না : আব্দুল্লাহ হেল কাফি

খায়রুল আলম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ হেল কাফি বলেছেন, বিদেশি পর্যবেক্ষক না আসলে সুষ্ঠু নির্বাচন হওয়ার পথে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কারণ ভোট দিবে জনগণ। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করবে প্রশাসন ও নির্বাচন কমিশন। তাহলে বিদেশি পর্যবেক্ষক আসা বা না-আসায় কোনো সমস্যা হবে না।

এ প্রতিবেদকের সাথে আলাপের সময় তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশন ও সরকার থেকে বিদেশি পর্যবেক্ষকদের আসার জন্য স্বাগতম জানানো হয়েছে। এখন তারা না আসলে সরকারের কিছু করার নেই। যারা আসার তারা ঠিকই আসবে। এমনতো নয় যে কেউই আসবে না। এক দেশে থেকে অন্য দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে ভিসা জটিলতা থাকতেই পারে।  এটি শুধু যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের ক্ষেত্রে হচ্ছে, তা কিন্তু নয়। তারা কেনো আসবে না এটি তাদের ব্যাপার। আমরা কাউকে জোর করে নিয়ে আসতে পারবো না। নির্বাচন পর্যবেক্ষণে আসতে হলে নির্বাচন কমিশনের কিছু নিয়মনীতি আছে। সেগুলো মেনে যারা আসতে চাইবে তারা আসবে। যারা আসবে না তাদের নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমাদের দেশের নির্বাচনে দেশের জনগণ ভোট দিবে, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন নিয়ে ভাবে। প্রশাসন ভোটারদের ভোট দেয়ার ব্যবস্থা করবে এটি স্বাভাবিক। তবে কূটনৈতিক স্বার্থে বিদেশী পর্যবেক্ষক আসা প্রয়োজন। তাই বলে আমরা কাউকে জোর করে আনবো কেন? আমি মনে করি আমাদের সামনের নির্বাচনটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। সব দল ভোটের মাঠে নেমেছে। সবাই তাদের নিজ নিজ প্রার্থী ও দলের প্রচারণা চালাচ্ছে। এতে বুঝা যাচ্ছে আমরা একটি ভালো নির্বাচন পেতে যাচ্ছি। নির্বাচনটি সুষ্ঠু ও ভালো হোক এটি আমাদের সবারই কাম্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়