শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৬ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টার কে লাগায়, ছেঁড়েই-বা কে?

রবিউল আলম : রাজনৈতিক সংস্কৃতির নাম হচ্ছে নির্বাচন। নির্বাচনের সংস্কৃতির নাম কীÑ মারামারি, পোস্টার ছিড়াছিঁড়ি, হামলা, ক্যাম্প ভাঙা, দৌড়াদৌড়ি? নির্বাচনী উত্তেজনা না থাকলে নির্বাচনের আনন্দ থাকে না বলে শুনেছি। এবারের নির্বাচনটি কিছুটা ব্যতিক্রম ও নিরামিষ মনে হচ্ছে। কিন্তু জনসচেতনতা, মানবতাবোধ, দেশের উন্নয়নের প্রতি জনসমর্থন সৃষ্টি হয়েছে। নৌকা মার্কার সমর্থনে সাধারণ মানুষের ঢল নেমেছে। নৌকার মিছিল হলে হাজার হাজার মানুষ হাজির হয়ে যায়। বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরকে রাস্তায় পাওয়া যায় না বলেই চলে।

একদিকে ২০১৪ সালের হামলা-মামলার আসামিরা পালিয়ে বেড়াচ্ছে। দুর্নীতির অভিযোগে তৎকালীন অনেক সরকারি কর্মকর্তা, যারা বিএনপি-জামায়াতের সমর্থক তারা রয়েছেন আত্মগোপনে, যে কারণে খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী-সমর্থকেরা নির্বাচনী মাঠে নেই। ঐক্যফ্রন্টের ঐক্য নেই, তাদের জনবলও নেই। পোস্টার কে লাগায়, কে নির্বাচনের মিছিল করে, কে জানে। আমি ঢাকা-১৩ আসনের ৩৪- নং ওয়ার্ডে বিএনপির কাউকে এখনো পর্যন্ত পোস্টার লাগাতে দেখিনি। দেখিনি মিছিল করতেও। কিছু বাড়িঘরে স্টিকার লাগিয়েছে, কেউ ছিঁড়েনি।

পোস্টার না লাগিয়েই বিএনপি-জামায়াত বলছে, আমাদের পোস্টার ছিঁড়লে কেন, লাগিয়ে দাও! বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড সমান হয় নেই, লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করে দাও। হয়তো ভোট কেন্দ্রে পোলিং এজেন্টও দিতে পারবে না বিএনপি-জামায়াতা-ঐক্যফ্রন্ট। হয়তো তারা এটাও দাবি করতে পারেÑ আমাদের পোলিং এজেন্ট দিয়ে দাও, তা না হলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না!

লেখক : মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়