শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৯ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আসন্ন নির্বাচনে চার দেশের পাঠানো অর্থে বরিশালে নাশকতার পরিকল্পনা’

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার দেশের প্রবাসী বিএনপির পাঠানো অর্থে বরিশাল-১ আসনে বড় ধরনের নাশকতা পরিকল্পনার ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। থানা পুলিশ বিশেষ কৌশল অবলম্বন করে গ্রামবাসীর সহায়তায় পরিকল্পনাকারী এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের দুই ক্যাডারকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রোববার দুপুরে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা যুবলীগ কর্মী আল-মাদানী সিকদার জানান, গত কয়েকদিন পূর্বে তাদের পাশ্ববর্তী দক্ষিণ কটকস্থল গ্রামের বাসিন্দা মৃত কাদের প্যাদার পুত্র দুর্ধর্ষ সন্ত্রাসী রাজ্জাক প্যাদা (৩৫) ও তার সহযোগী একই গ্রামের রাজ্জাক সরদারের পুত্র কামরুল সরদারের (২৫) সাথে চার দেশের প্রবাসী বিএনপি নেতাদের ফোনালাপের বিষয়টি ভাইরাল হয়ে পরে।

তিনি আরও জানান, “মামা-ভাই” নামের একটি ইমো গ্রুপ আইডির মাধ্যমে রাজ্জাক ও কামরুল সৌদি আরব, দুবাই, ওমান এবং কাতার প্রবাসী বিএনপি নেতাদের সাথে ফোনালাপ করে নির্বাচনের আগে এলাকায় বড় ধরনের নাশকতার জন্য প্রবাসীদের কাছ থেকে টাকা কালেকশন করে। বার্থী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিয়ের কাজী মাওলানা আবুল খায়েরের পারসোনাল বিকাশ নাম্বার ও তার ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমান বোমা তৈরির কথা ছিলো।

আল-মাদানী সিকদার আরও জানান, ফোনালাপের রেকর্ডিং উদ্ধারের পর তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, প্রবাসীদের সাথে নাশকতাকারীদের অর্থলেনদেনের ফোনালাপের বিষয়টি নিশ্চিত হয়ে শনিবার দিবাগত মধ্যরাতে এলাকাবাসীর সহায়তায় কটকস্থল গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের হাবিবুর রহমানের বাঁশ বাগানে ১৫/২০ জন নাশকতাকারী গোপন বৈঠক করছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে রাজ্জাক প্যাদা ও কামরুল সরদার নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একটি রামদা উদ্ধার করেছে। এ ঘটনায় থানার এসআই তাজেল হোসেন বাদি হয়ে রোববার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়