শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতঙ্কের নয়, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করুন : অধ্যক্ষ ইউনুস

রফিক আহমেদ : ইসলামী আন্দোলন বাংলাদেশ- আইএবি’র মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করুন। রোববার ইমেইলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি এসব কথা বলেন।

আইএবি’র মহাসচিব বলেন, দেশের সাধারণ মানুষ আতঙ্কের নির্বাচন চায়না, অবাধ-নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ব্যর্থ হলে বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন হবে। বিদেশে কর্মরত প্রবাসী ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। দেশের বাইরে বাংলাদেশের মানুষ আরো বেশী হয়রানীর শিকার হবে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীরা ৩০ ডিসেম্বরের নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বেশ কিছু এলাকায় হাতপাখা মার্কার প্রার্থী, কর্মী, সমর্থকদের হুমকি-ধমকি প্রদান ও পিস্তল ঠেকানো এমনকি প্রার্থীতা প্রত্যাহার করতে সরাসরি ও ফোনে হুমকি প্রদান করা ঘটনা দুঃখজনক। আশাকরি নির্বাচন কমিশন অভিযোগসমূহ আমলে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীরা যাতে সঠিকভাবে প্রচারণা চালাতে পারে সে ব্যবস্থা নিবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়