শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০২:১৪ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গতবছরের তুলনায় ২৭ শতাংশ অভিবাসন কমেছে : রামরু

তরিকুল ইসলাম : চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৬ লাখ ১৪ হাজার ৫৮৫ বাংলাদেশি কর্মী সৌদি আরবসহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অভিবাসন করেছেন। এই ধারা অব্যাহত থাকলে এই বছর অভিবাসনের হার গতবছরের তুলনায় কমেছে ২৭ শতাংশ। এ তথ্য প্রকাশ করেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)।

রোববার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সম্মেলনে এ তথ্য জানিয়ে রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী বলেন, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে অভিবাসনকে গুরুত্ব দিয়ে থাকে সরকার। সে ক্ষেত্রে এ বছরে ২ লাখ ৭১ হাজার ২৩ জন কর্মীর অভিবাসন কমে যাওয়ায় এই বাজারে দুর্বলতাই প্রকাশ করে। বাংলাদেশে ফিরে আসা অভিবাসীদের তথ্য সংরক্ষণে কোনও প্রক্রিয়া নেই।

ফলে বর্তমানে মোট কত জন কর্মী বিদেশে অবস্থান করছেন, তা জানার কোনও উপায় নেই। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ লাখ ৮হাজার ৫২৫ জন কর্মী বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে বিদেশে গেছেন। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নারীকর্মী বিদেশে যাওয়ার ধারা অব্যাহত থাকে, তবে এ বছরে নারী কর্মীর বিদেশ যাওয়ার হার আগের বছরের তুলনায় ২০ দশমিক ০৩ শতাংশ কমেছে।

নির্বাচনে ইশতেহারে রাজনৈতিক দলগুলো ঘোষণা পর্যালোচনা করে দেখা গেছে, আওয়ামী লীগ জনগণের কাছে ৩৫টি লক্ষ্য উপস্থাপন করেছে। শ্রমিক কল্যাণ ও শ্রমনীতির অধীনে অভিবাসীদের বিষয়টি উত্থাপন করা হয়। ঐক্যজোটের ৩৫টি লক্ষ্যের মধ্যে ২৩তম লক্ষ্য হচ্ছে প্রবাসী কল্যাণ। এ ছাড়া বিএনপির নিজস্ব ১৮ দফা ইশতেহারে প্রবাসীদের ভোটাধিকার বিষয়টি স্থান পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়