শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৫ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী ইশতেহারে গ্রাম ও শহরের পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন প্রয়োজন

শাকিল আহমেদ : একাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট নির্বাচনী ইশতেহারে দেশের পরিকল্পনা ও উন্নয়ন সম্পর্কিত যেসব অঙ্গীকার করেছে, সেগুলোকে দেশের বর্তমান বাস্তবতায় অনেক গুরুত্বপূর্ণ। তাই এ সকল অঙ্গীকার সমূহের যথাযথ বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান বিআইপির সাধারণ সম্পাদক ডা. আদিল মুহাম্মদ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামীলীগ “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক ইশতেহারে গ্রামীণ এলাকায় আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের যে প্রস্তাবনা দিয়েছে তা দেশের আর্থ-সামাজিক প্রেক্ষিতে অত্যান্ত গুরুত্বপূর্ণ।

বি.আই.পি. মনে করে, মানুষের শহরমুখী অভিগমন রোধে গ্রাম অঞ্চলে উন্নত রাস্তাঘাট, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, কম্পিউটার ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সুবিধাদি প্রদান করা সম্ভব হলে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

এছাড়া আওয়ামীলীগের ইশতেহারে জেলাভিত্তিক বাজেট প্রণয়ন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে দায়িত্ব বিভাজন, নগর ও শহরের ভূমি ব্যবহার পরিকল্পনা, পরিকল্পিত উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগনের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করাসহ যে অঙ্গীকার রয়েছে দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করবার জন্য প্রস্তাবসমূহ বাস্তবায়ন প্রয়োজন।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট তার নির্বাচনী ইশতেহারে স্থানীয় সরকার ব্যবস্থার পুনঃবিন্যাস, বিকেন্দ্রীকরণ এবং নগর সরকার ব্যবস্থা প্রবর্তনের অঙ্গিকার, এবং জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের যে প্রস্তাবনা দিয়েছে তার সঠিক বাস্তবায়নের মাধ্যমে দেশের মধ্যে ক্রমবর্ধমান আঞ্চলিক বৈষম্য দূর করা সম্ভব। একইসাথে গণপরিবহনকে প্রাধান্য দিয়ে পরিবহন নীতিমালা প্রণয়ন, শহর অঞ্চলের গরিব মানুষের বসবাসের জন্য সরকারি উদ্যোগে বহুতল ভবন নির্মান, ঢাকার কাছাকাছি বিভিন্ন জেলার উন্নত নাগরিক সুবিধাসহ কয়েকটি শহর গড়ে তোলার ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবনা ঢাকার উপর ক্রমবর্ধমান চাপ কমাতে সহায়তা করবে বলে মনে করে বিআইপি। এছাড়া সারাদেশে ভূমি রেকর্ড পুরোপুরি ডিজিটাল করার প্রস্তাবনা এবং শিল্পকারখানাগুলোতে বর্জ্য শোধনাগার তথা ই.টি.পি ছাড়া অনুমোদন না দেয়ার প্রস্তাবনাগুলো দেশের টেকসই ও পরিকল্পিত উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করে বি.আই.পি.।

  • সর্বশেষ
  • জনপ্রিয়