শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৪ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাঙ্গলের পক্ষে বাবলা সানজিদা আওলাদ একমঞ্চে

রফিক আহমেদ : ঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার লাঙ্গলের পক্ষে প্রচারণা চালানো জন্য একমঞ্চে উঠেছেন সানজিদা খানম এমপি ও ড. আওলাদ হোসেন। রোববার ৫২নং ওয়ার্ড আয়োজিত মুরাদপুরে এক জনসভায় বাবলার একপাশে বসেন সানজিদা খানম এমপি ও আরেক পাশে বসেন ড. আওলাদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি অ্যাড. ফারুক হোসেন।

সভায় বক্তব্য রাখেন কদমতলী থানা সভাপতি ও স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ নাসিম মিয়া, জিল্লুর রহমান, কাজী সোহেল প্রমুখ। শ্যামপুর কদমতলীর চিরপ্রতি›দ্বদ্বী তিন নেতা একমঞ্চে ওঠায় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জাপাসহ মহাজোটের অন্যান্য শরীকদলের স্থানীয় নেতারা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাবলার লাঙ্গলের পক্ষে প্রচারণা শুরু করেছেন।

বাবলা বলেন, দীর্ঘদিন পর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বার্থে শ্যামপুর কদমতলীসহ সারাদেশের উন্নয়নের স্বার্থে আমার নির্বাচনী এলাকার দুইজন জননন্দিত নেতা সানজিদা খানম এমপি ও ড. আওলাদ সাহেব একমঞ্চে লাঙ্গলের পক্ষে ভোট চাওয়ায় ৩০ তারিখের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা।

সানজিদা খানম এমপি বলেন, শেখ হাসিনাকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী করার স্বার্থে ঢাকা- ৪ আসনে মহাজোটের প্রার্থী বাবলাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয় করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।

ড. আওলাদ তার বক্তব্যে বলেন, আমরা বাবলাকে নয়, প্রধানমন্ত্রীর স্বার্থে লাঙ্গলে ভোট দিয়ে মহাজোটের প্রার্থীকে জয়ী করতে হবে। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীসহ এলাকাবাসীকে লাঙ্গলে ভোট দেয়ার আহবান জানান। বিকালে ৫২ ও ৫৩ং ওয়ার্ডে আরো বড় দুটি সমাবেশে বক্তব্য রাখেন বাবলা। এদিকে দিনব্যাপী ঢাকা ম্যাচ ও আলমবাগে গণসংযোগ ও প্রচার মিছিল করেন বাবলা পত্নী সালমা হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়