শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:১৪ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্কিত ‘নো বল’ নিয়ে মুখ খুললেন আম্পায়ার তানভীর

স্পোর্টস ডেস্ক : গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে চলছে বেশ সমালোচনা। আম্পায়ার তানভীর আহমেদের বাজে আম্পায়ারিং হতবাক করে দিয়েছে সবাইকে। নভেম্বর মাসেই আইসিসির তালিকাভুক্ত হওয়া এ আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের ওশান থমাসের ওভারে দুটি ‘নো কল’ করে সমালোচিত হয়েছেন। অনেকেই তানভীরের এই ভুলকে বলছেন ‘ন্যক্কারজনক’। আম্পায়ার তানভীরও নিজের ভুল অকপটেই স্বীকার করেছেন।

ঘরোয়া ক্রিকেটে তামিম ও সাকিবের সঙ্গে বাকবিত-ার ঘটনা আছে তানভীরের। তবে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের বেশ সুনাম আছে সদ্যই আইসিসির তালিকাভুক্ত হওয়া তানভীরের। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেছেন। আর গতকালই ছিল তার তৃতীয় ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অনভিজ্ঞতাকেই গতকালের ভুলের পেছনে দায়ী করেছেন তানভীর।

গতকালকের ‘নো বল’ নিয়ে নিজের ভুলই স্বীকার করেছেন তানভীর, ‘নো বলে’র ক্ষেত্রে দাগ ও পা অনেক কাছাকাছির বিষয় থাকে। আর দ্রুত লাফ দিলে অনেক সময় বুঝতে সমস্যা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে আমি নতুন। আমি ভুল করেছি। তবে খেয়াল করে দেখবেন পেছনে আমার কোনো বাজে ইতিহাস নেই। একটা ভুল হয়েছে। ইনশা আল্লাহ আগামীতে ভালোভাবে ফিরে আসব। প্রতিটি মানুষেরই ভালো দিন, খারাপ দিন যায়। গতকাল আমার খারাপ দিন ছিল।’

বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা ছিল সেটি। থমাসের ওভারে দুটি ‘নো বলে’র কল নিয়েই সমালোচনা হচ্ছে। এর মধ্যে একটিতে লিটন দাস বেঁচে যান ক্যাচ দিয়েও। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, টমাসের পা দাগের ভেতরেই ছিল। ক্যারিবীয় খেলোয়াড়েরা মাঠের বড় পর্দায় দেখেন, বলটি নো ছিল না। এরপরই অধিনায়ক কার্লোস ব্র্যাওয়েটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ প্রতিবাদ জানায়। ৯ মিনিট খেলা বন্ধ থাকার পর পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমে আসতে হয়েছিল ম্যাচ রেফারি জিওফ ক্রোকেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়