শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১১:১১ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের বিরুদ্ধে দমনমূলক পরিবেশ সৃষ্টির অভিযোগ : হিউম্যান রাইটস ওয়াচ

সৌরভ নূর : নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় সরকার বিরোধী সব রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ওপর সহিংস হামলা এবং দমনমূলক পরিবেশ সৃষ্টির অভিযোগ এনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ ক্র্যাকডাউন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সূত্র : বিবিসি বাংলা

হিউম্যান রাইটস ওয়াচের একজন মুখপাত্র মীনাক্ষী গাঙ্গুলী বিবিসি বাংলাকে বলেন, বিরোধী দলের প্রচারণায় হামলা বা সহিংসতার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, যখন বিরোধীদলের কেউ প্রচারণা করতে গেলে তাকে মারপিট হচ্ছে। আওয়ামী লীগ এবং যুবলীগ মিলিয়ে ত্রাস সৃষ্টি করছে। প্রচারণা চালাতে দিচ্ছে না। প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। তখন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হচ্ছে না। নির্বাচন কমিশনের যেসব ব্যবস্থা নেয়া দরকার, সেগুলো কিন্তু আমরা দেখছি না।

বিরোধীদলের প্রার্থীদের প্রচারণায় হামলা বা সহিংস ঘটনাগুলোর ব্যাপারে পুলিশকে ব্যবস্থা নিতে বাধ্য করতে নির্বাচন কমিশনের সোচ্চার ভূমিকা নেয়া উচিত। এমন পরিবেশ নির্বাচনী প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলবে বলে মনে করছেন মুখপাত্র মীনাক্ষী গাঙ্গুলী।

একইসাথে এসব সহিংস হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়