শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন গ্রহণযোগ্য হয়ে যাবে, যদি বিএনপি জিতে যায় : আরাফাত

হ্যাপি আক্তার : সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত বলেছেন, নির্বাচন গ্রহণযোগ্য হয়ে যাবে, যদি বিএনপি নির্বাচনের জিতে যায়। তাহলে দেখবেন তারা চিন্তাই করবে না। সবাই চার দিকে ঢাক-ঢোল বাজিয়ে বলবেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যদি আওয়ামী লীগ জিতে যায় তাহলে দেখবেন বিএনপি খুঁটি-নাটি অভিযোগ বের করে অভিযোগের ডালা সাজাবে। যা বিগত সকল নির্বাচনেই দেখা গেছে। চ্যানেল টোয়েন্টিফোর এর ‘মুক্তবাক’ টকশোত তিনি এসব কথা বলেন।

নির্বাচন পর্যবেক্ষকদের বিষয়ে আরাফাত বলেন, নির্বাচন পর্যবেক্ষক কেন্দ্রে গিয়ে ছবি তোলার ব্যাপারে যে নীতিমালা আছে, সে অনুযায়ী তাদেরকে কোনো রকমের বাধা গ্রস্থ করা হচ্ছে না। নীতিমালা অনুযায়ী ছবি তুলতে পারবে না, তাই ছবি তুলতে নিষেধ করা হয়েছে। তবে নীতিমালাটি পরিবর্তন করে আরো সংশোধন করা যেতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশন নীতিমালার বাহিরে একটি কথাও বলেননি। শক্তভাবে নীতিমালা ফলো করার জন্যই কমিশন এ কথা বলেছেন। নীতিমালা লক্ষ্য করলে নির্বাচন পর্যবেক্ষণ কোনোভাবেই বাধাগ্রস্থ হবে না।

নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত ইসি নিরপেক্ষ। জেলা পরিষদে কিছু উপদেষ্টা নিয়োগ দেবার কথা বলেছিলো সরকার। কিন্তু নির্বাচন কমিশন স্থগিত করে দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আলোচনায় আসেনি। তার সাথে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা অনুষ্ঠানে যেতে চেয়েছিলেন, কিন্তু কমিশন তা আটকে দিয়েছেন। অপরদিকে তারেক রহমান যে কাজটি করছেন, বাংলাদেশের সমস্ত প্রাজ্ঞাপন আইনজীবীদের মতে এটি একটি অবৈধ কাজ হচ্ছে, এটি আইনসিদ্ধ নয়। তবে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছে।

তিনি বলেন, আমরা যারা সুশাসন নিয়ে কথা বলি তাদের অনেকেরই এক ধরনের ব্যর্থতা রয়েছে এখন পর্যন্ত। ব্যর্থতা হলো, সম্পূর্ণ স্কেল তৈরি করতে পারিনি সকলেই মিলে। আমরা কথা বলি প্রকল্পিত এবং সব ঢালাও। ভালো হলেও খারাপ হয়েছে বলে দিতে পারবেন আবার খারাপ হলে ভালো হয়েছে বলার সুযোগ আছে। নির্বাচনটি ভালো না খারাপ, ১০-এ একটি নির্বাচন কতো পেলো তা মাপার একটি স্কেল কেউ তৈরি করতে পারেনি। যার জন্য অপ্রাসঙ্গিকভাবে বিতর্ক হয়। সকলে মিলে গবেষণার মধ্য দিয়ে প্লাটর্ফম একটি স্কেল তৈরি করে তাহলে জাতির অনেক উপকার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়