শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানের শীষ বিএনপির মার্কা নয়, জাতির মার্কা: জাফরুল্লাহ

শিমুল মাহমুদ : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, রাস্তায় পোষ্টার থাকুক আর না থাকুক। জনগণের মার্কাতেই জনগণ ভোট দেবে। আর সেই মার্কাটা হচ্ছে ধানের শীষ। ধানের শীষ বিএনপির মার্কা নয়। আজকে এটা জাতির মার্কা, ধানের শীষ গণতন্ত্রের মার্কা। মুক্তিযুদ্ধকালীন সময়ে যেমন জয় বাংলা ছিল আমাদের স্লোগান। তেমনি ধানের শীষ জাতির আকাঙ্খার প্রতীক, পরিবর্তনের প্রতীক, পরিবর্তনের মার্কা।রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম কতৃক আয়োজিত 'একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাবনা ও শষ্কা ' শীষক মুক্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, আগামীকাল থেকে সেনারা নামবেন। জনগণ আমাদের সেনাবাহিনীদের বিশ্বাস করে। তাদের প্রতি মানুষের এতোটুকু আস্থা আছে। কারণ তারা কোন অনৈতিক কাজকে সমর্থন করবে না। জনগণ তাদের মনোস্থির করে রেখেছে। এবারের খেলাটা ভিন্নভাবে হবে। হাজারে, হাজারে লাখে লাখে মানুষ ভোট দিতে আসবে। ভোট দেবে যাকে পছন্দ তাকে। ভারতীয় এজেন্টদের কে ভোট দেবে না তারা।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, যে দেশে প্রধানমন্ত্রী কথা রাখেন না। সে দেশে নির্বাচন কমিশন কথা রাখবেন তা আশা করা যায় না। প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার রিফেকসন হচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতিকালে তিনি প্রতিবারই কথা ভঙ্গ করেছেন, শিষ্টাচার করেছেন। তিনি বলেছিলেন সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চান। জনগণ যাকে ইচ্ছা ভোট দিবে, জনগণ যদি চায় তাহলেই তিনি নির্বাচিত হবেন। কোনভাবে নির্বাচনকে প্রভাবিত করবেন না। কিন্তু তিন কথা রাখেননি।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী দীর্ঘদিন বলে আসছেন নির্বাচন কালে তত্ত্বাদায়ক সরকার থাকবেন না। কেননা তাদেরওই প্রভাবিত হাইকোর্টের রায়ে একটা ভালো পদ্ধতি বাতিল হয়ে গেছে। খয়ের খাঁ বিচারপতি খাইরুল হক সাহেব রায় লিখলেন। ১৬ মাস পর রায়ের প্রকাশ হলো। কথা ছিলো আরো দুইবার তত্ত্বাদায়ক সরকার থাকবে। সংসদীয় সকলেই এই রায় গ্রহন করবেন। হাইকোর্টের এই ধরনের রায়ের পরে তারা তড়িঘড়ি করে বাতিল করে দিলেন। বাতিলকালে তিনি বলেছিলেন, নির্বাচন তার অধিনেই হবে।তবে ছোট আকারে নির্বাচনকালীন সরকার হবে। তিনি সংলাপে বলেছিলেন তফসিল ঘোষণার পর আর কাউকে গ্রেফতার করা হবে না। গায়েবি মামলা হবে না।

বিএনপির এই বুদ্ধিজীবী বলেন, আমাদের জাতীর একটা সামরিক বাহিনী, যারা আমাদের দেশের সীমানা রক্কা করে যাদের আমরা বিশ্বাস করি। শেষ ঘোষটা তাদের দেওয়া হয়েছে। প্রত্যাকটা মেজর আর লেফটেনেন্ট কর্ণেলকে সার্বক্ষণিক গাড়ি দেওয়া হয়ে। অথাৎ ঘোষ দিয়ে খুশি করতে চাইছেন। কিন্তু ঘোষ দিয়ে তো কাউকে খুশি করা যায়। সে কারণে আমলা আর সামরিক বাহিনীর মধ্যে দন্দব শুরু হয়েছে।

তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে ১৫ তারিখে মাঠে নামাবার কথা জানিয়ে ছিলাম, তখন তিনি বলেন, না একটু ...
আমি তখন বললাম কেনো সেনবাহিনী কি পথ ঘাট চিনে না। তাদের কাছে গুগুল ম্যাপ নেই। কেনো তারা কি বাংলাদেশের সন্তান না। তা যদি হয় তাহলে তো আমাদের স্বাধীনতা নিরাপদ না। এভাবে আপনারা সামরিক বাহিনীকে অপমান করতে পারেন না। তখন তিনি বললেন বাদ দেয় না ২৪ তারিখে আসবেন। আমি বললাম তাদের কিছু করতে হবে না শুধু টহল দিলেই চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়