শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৭:১১ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানজুকিচের গোলে রোমার বিপক্ষে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে সেরি’আর ম্যাচে আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোমার বিপক্ষে ১-০ গোলে জেতে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। যদিও অসংখ্য সুযোগ হাতছাড়া হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর। হতাশার রাতে উজ্জ্বল মারিও মানজুকিচ জয় এনে হতাশা থেকে মুক্ত করলেন রোনালদোকে। ক্রোয়েশিয়ান এই তারকা স্ট্রাইকারের গোলে রোমাকে হারাল ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

নিজেদের ঘরের মাঠে প্রথম সুযোগ তৈরি করে জুভেন্টাস। ম্যাচের অষ্টম মিনিটে সান্দ্রোর শট ফিরিয়ে দেন রোমার গোলরক্ষক। অষ্টাদশ মিনিটে আবারও তিনি ঠেকিয়ে দেন সান্দ্রোর বুলেট গতির শট। ২২তম মিনিটে লক্ষ্যে থাকেনি রোনালদোর বাইসাইকেল কিক। পর্তুগিজ তারকার হতাশার সেটাই শুরু। এরপর অনেকবার গোলের খুব কাছে গিয়েও না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে তাকে।

৩৫তম মিনিটে স্বাগতিকদের অপেক্ষার অবসান হয় মারিও মানজুকিচের দারুণ হেডে। মাত্তিয়া দে শিলিওর দারুণ ক্রসে তার চমৎকার হেড খুব কাছে থেকেও ঝাঁপিয়ে ঠেকাতে পারেননি রোমা গোলরক্ষক। ৫১তম মিনিটে শট লক্ষ্যে রাখতে পারেননি রোনালদো। চার মিনিট পর লক্ষ্যে থাকেনি তার হেড। ৫৮তম মিনিটে এই তারকা ফরোয়ার্ডের হেড কোনোমতে ঠেকান গোলরক্ষক। কর্নার থেকে আবার সুযোগ আসে রোনালদোর সামনে। তবে এবারও পরাস্ত করতে পারেননি গোলরক্ষককে।

দ্বিতীয়ার্ধে পাওলো দিবালার জায়গায় বদলি নামা দগলাস কস্তা ৯০তম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন। তবে তার আগে ব্লেইস মাতুইদি প্রতিপক্ষের একজনকে ফাউল করার ঘটনায় ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি। এ ম্যাচের মাধ্যামে সেরি আর একমাত্র অপরাজিত দল জুভেন্টাস ১৭ ম্যাচে ১৬ জয় আর এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে সুসংহত করল শীর্ষস্থান। ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নাপোলি। ২৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে রোমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়