শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:১৮ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখের ‘জিরো’ দেখে মুগ্ধ মালালা ইউসুফজাই!

মুসফিরাহ হাবীব: বলিউড বাদশাহ শাহরুখ খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবি বক্স অফিস না মাতালেও সিনেমাটি খুবই পছন্দ করেছেন শাহরুখের বিশেষ ভক্ত নোবেল জয়ী পাকিস্তানি মালালা ইউসুফজাই। ছবির প্রশংসায় তিনি হয়েছেন পঞ্চমুখ।

তার ভিডিও মেসেজ ভাইরাল হয়েছে এরই মধ্যে। ছবিটি প্রথম দিনই সপরিবারে দেখেন মালালা। আর তা দেখে উচ্ছ্বসিত তিনি। যুক্তরাজ্যের বার্মিংহ্যামে সিনেমা হল থেকে বেরিয়ে একটি ভিডিও মেসেজে মালালা স্বপ্নের এ নায়ককে জানিয়েছেন, 'জিরো' দেখে তার মুগ্ধতার কথা। শাহরুখের সঙ্গে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

আগেও শাহরুখকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার জন্য ডেকেছিলেন মালালা। ‘জিরো’ ছবি দেখার পর আবারো সে ইচ্ছাই প্রকাশ করলেন।

পাকিস্তানে মেয়েদের শিক্ষার অধিকারের পক্ষে কথা বলে আসা কিশোরী মালালা ইউসুফজাই। জঙ্গিদের গুলি তার শরীর ফুঁড়ে চলে যাওয়ার পরও মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন তিনি। সবচেয়ে কম বয়সে জিতেছেন নোবেল শান্তি পুরষ্কার। পছন্দের নায়কের সিনেমা মুক্তি পেলে সময় করে তা দেখতেও যান তিনি। বাকিদের সঙ্গে শেয়ার করেন সিনেমাটি দেখার পর তার প্রতিক্রিয়া।

জিরো ছবি দেখার পর ভিডিও মেসেজে ক্যাটারিনা-শাহরুখের পোস্টারের সামনে দাঁড়িয়ে মালালা বলেছেন, বিনোদনমূলক সিনেমা হিসেবে 'জিরো' সফল। মালালা তো বটেই, তার পরিবারের সবারই খুব পছন্দ হয়েছে শাহরুখ-ক্যাটারিনা-অনুষ্কা শর্মা অভিনীত 'জিরো'।

আর এসব কথা বলার পরই শাহরুখকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান মালালা। তার এ প্রশংসা এখন দর্শকদের হতাশ করা 'জিরো'র আকাশে আশার আলো ফেলে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়