শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১০:২৭ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার বাড়ির চারপাশে অচেনা কিছু লোক নজরদারী করছে -মির্জা আব্বাস

সংগ্রাম  : ঢাকা-৮ নির্বাচনী আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমার ও আমার সহধর্মিনী ঢাকা-৯ এর ধানের শীষ প্রতিকের প্রার্থী আফরোজা আব্বাসের নির্বাচনী কার্যক্রমকে কয়দিন ধরে একটি গ্রুপ ফলো করছে। আমরা যখনই প্রচারণার কাজে বেরুতে যাই তখনই বাড়ির চারদিকে অসংখ্য অপরিচিত মুখ। তাদের আচরণ, চাহনী সব কিছুই আমাদের কাছে সন্দেহজনক মনে হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় শাহজাহানপুরস্থ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে মির্জা আব্বাস এসব কথা বলেন। এ সময় তার সহধর্মিনী ঢাকা-৮ নির্বাচনী আসনের ধানের শীষ প্রার্থী মিসেস আফরোজা আব্বাসও উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস বলেন, আগে আমাদের নেতাকর্মীদের রাতের বেলায় বাসায় প্রবেশের সময় কিংবা বের হওয়ার সময় আটক করা হতো। এখন দিনের বেলায় নেতাকর্মীরা বাসায় প্রবেশ বা বের হওয়ার সময় তাদেরকে আটক করা হচ্ছে। আটক করে কোথায় নিচ্ছে আমরা জানি না। তিনি বলেন, বাড়ির চারপাশে সন্দেহজনক লোকদের পাহারা এতো বেশী যে, অরাজনৈতিক ব্যক্তি কিংবা সাংবাদিকরা বাসায় প্রবেশ করলেও তাদের উপর নজর রাখা হয়। এই সরকারের সময়ে অতিতেও এই বাড়িতে অনেকবার নৃশংস হামলা চালানো হয়েছে। আমি ও আমার আত্মীয় স্বজন এবং নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে আছি যে কোন মুহূর্তে এই বাড়িটি বড় কোন হামলার শিকার হতে পারে।
মির্জা আব্বাস আরো বলেন, আমাদের গণসংযোগে অংশ নেয়া নেতাকর্মীদের বিশেষ করে মহিলাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। মিছিল কিংবা গণসংযোগে যোগদান করলে তাদের দেখে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। কার বাসা কোথায় ঠিকানা চাওয়া হচ্ছে। আমরা গণসংযোগ চালাতেই পারছি না। আপনারা যেটুকু দেখছেন সেটা একান্তই নেতাকর্মীদের উৎসাহ উদ্দিপনা এবং আপনারা সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতার কারণে। আসলে নির্বাচনী কার্যক্রম যতটুকু করতে পারছি তার চেয়ে বেশী জিম্মি রয়েছি আমরা। লেভেল প্লেয়িং তো দূরের কথা এটা নির্বাচনের পরিস্থিতিই নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়