শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:০৭ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে হেরেছে ম্যানসিটি-চেলসি

বাংলা ট্রিবিউন : ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে বড় দিন উদযাপন করবে লিভারপুল। শনিবার ঘরের মাঠে ম্যানসিটি ৩-২ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। এদিকে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে লেস্টার সিটি।

এনিয়ে তিন ম্যাচে দ্বিতীয় হার ম্যানসিটির। এতে করে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে গেল ৪ পয়েন্টের। ১৮ ম্যাচে ৪৮ পয়েন্ট লিভারপুলের, আর সিটিজেনদের ৪৪।

লেস্টারের কাছে মৌসুমের তৃতীয় হারে চেলসির পয়েন্ট ৩৭। তার আছে চার নম্বরে। আগের ম্যাচে আর্সেনাল ৩-১ গোলে বার্নলিকে হারিয়ে ব্লুদের সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।

শুরু থেকে দাপট ছিল ম্যানসিটির। ইকে গুন্দোগানের ২৬তম মিনিটের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ৬ মিনিট পর জেফ্রি শ্লুপ ক্রিস্টালকে সমতায় ফেরান। ৩৫ মিনিটে আন্দ্রোস টাউনসেন্ডের অসাধারণ গোলে এগিয়ে যায় অতিথিরা।

সিটিজেনদের দুঃখ আরও বেড়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৫১ মিনিটে পাওয়া পেনাল্টিতে তাদের হার সুনিশ্চিত করেন লুকা মিলিভোজেভিচ। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে কেভিন ডি ব্রুইনের গোলে সিটিজেনরা ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি।

চেলসি প্রথমার্ধ নিজেদের রক্ষণ অভেদ্য রাখতে সমর্থ হয়। ৫১ মিনিটে তাদের জালে বল পাঠিয়ে দারুণ জয় নিশ্চিত করেন জেমি ভার্ডি।

টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরেছে আর্সেনাল। পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের জোড়া গোলে দারুণ জয় পেয়েছে গানাররা। ১৪ ও ৪৮ মিনিটে গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার আসনে বসেছেন এই ফরোয়ার্ড। অ্যাশলে বার্নস তাদের একটি গোল শোধ দিলেও শেষ সময়ে অ্যালেক্স আইওবির তৃতীয় গোলে সহজ জয় পায় গানাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়