শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরের শেষ সিরিজ জয় করা হল না সাকিবদের

এল আর বাদল : বছরের শেষ সিরিজটি জয় করা হল না বাংলাদেশের। টেস্ট আর ওয়ানডে সিরিজ জয়ের পর টাইগাররা টি-২০ সিরিজও জয়ের দ্বারপ্রান্তে ঁেপৗছেছিল, শেষ ভালটা যে হল না তাদের। ৫০ রানে হেরে সিরিজ হাতছাড়া।

উইন্ডিজের দেওয়া কঠিন রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে দুই টাইগার ব্যাটসম্যান তামিম ও লিটন। লিটন এক প্রান্ত ধরে খেলতে থাকলেও বাকি ব্যাটসম্যানরা ছিলো আসা যাওয়ার মাঝে। ক্যারিবীয়ানদের দেওয়া ১৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪০ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। ৫১ রানে টাইগাররা পরাজিত হয় সফরকারীদের কাছে। ২-১ সিরিজ জিতে নেয় ক্যারিবিয়ানরা। দারুণ শুরুর পরও ধারাবহিকতা ধরে রাখতে পারেননি টাইগার ব্যাটসম্যানরা।একের পর এক ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেওয়ার মাশুল গুনতে হয়েছে তাদের।

কিন্তু দলীয় ২২ রানের মাথায় রান আউটের শিকার হয়ে তামিম সাজঘরে ফিরে গেলেও সৌম্যকে সাথে নিয়ে দলীয় ৫০রান পাড় করেন লিটন দাস। কিন্তু বেশী দূর যেতে পারেনি এই জুটি। দলিয় ৬৫ রানের মাথায় ফ্যাবিয়ান এ্যালেনের বলে কট্রেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ঠিক পরের বলে সাকিব সেই কট্রেলের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে ।

ঠিক এক ওভার পরেই ব্যক্তিগত এক রানে পয়েন্টে কিমো পলের বলে অ্যালেনকে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিক। এদিন দাঁড়াতে পারেননি মাহমুদউল্লাহও। ৯ বলে ১১ রান করে তিনিও ফিরে সাজঘরের দিকে ফিরে যান। রিয়াদের পর কিমো পলের বলে ব্রাথওয়েটকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। পরের বলেই রুদাফোর্ডের হাতে ক্যাচ দিয়েছেন আরিফুল।

এর আগে টসে হেরে এভিন লুইসের ব্যাটে ভর করে ১৯০ রান করে সফরকারি উইন্ডিজ। লুইস ৩৬ বলে ৮৯ রান করেন।
শুধু বছর নয় ২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। নতুন বছরে নিউজিল্যান্ড সফরের পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং মে-জুলাই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
ম্যান অব দ্য সিরিজ- সাকিব আল হাসান (বাংলাদেশ) ম্যান অব দ্য ম্যাচ- ইভেন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)

  • সর্বশেষ
  • জনপ্রিয়